Prosenjit Chatterjee Birthday: প্রসেনজিতের ৬০, মধ্যরাতে ঝলমলে পার্টিতে বহু সম্পর্কের সমীকরণেও এল বদল?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Sep 30, 2022 | 7:25 PM
Prosenjit Chatterjee: মধ্যরাতে শহরের পানশালায় বেজায় ভিড়। যে অষ্টমীর তারা ভরা রাত। হবে নাই বা কেন? ইন্ডাস্ট্রি 'সিনিয়র সিটিজেন' হলেন যে... একদিকে জুটিতে যশ-নুসরত। অন্যদিকে হাসিমুখে দেব... মিলেমিশে গেল সব সমীকরণ। সাক্ষী থাকল ঝলমলে আলো আর বাহারি পোশাকের চোখ ঝলসানো রূপ।
1 / 5
মধ্যরাতে শহরের পানশালায় বেজায় ভিড়। যে অষ্টমীর তারা ভরা রাত। হবে নাই বা কেন? ইন্ডাস্ট্রি 'সিনিয়র সিটিজেন' হলেন যে... একদিকে জুটিতে যশ-নুসরত। অন্যদিকে হাসিমুখে দেব... মিলেমিশে গেল সব সমীকরণ। সাক্ষী থাকল ঝলমলে আলো আর বাহারি পোশাকের চোখ ঝলসানো রূপ।
2 / 5
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৬০ বছর পূর্তি যে নেহাত সাধারণভাবে হবে না তা বলাই বাহুল্য। তবে সেই উদযাপন যে গলিয়ে সম্পর্কের শীতলতা, তা কি আন্দাজ করা গিয়েছিল?
3 / 5
জন্মদিনের আগের রাতে দেবের সঙ্গে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' দেখতে গিয়েছিলেন প্রসেনজিৎ। তাঁর ছবি 'কাছের মানুষ' ও ওই ছবিটি একই দিনে মুক্তি পেলেও অন্যের পরিচালিত ছবি দেখতে চাওয়া নিঃসন্দেহে একতার বার্তা। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই যেই না সেলিব্রেশন শুরু হল, বুম্বাদাও নেচে উঠলেন নিজের সুপারহিট সব ছবির গানে।
4 / 5
আর কোথাও গিয়েই যেন শহুরে পানশানায় মিলেমিশে এক হয়ে গেল 'পোয়েনজিৎ' আর 'প্রসেনজিৎ'। ঠিক যেমন একই ফ্রেমে বন্দি হলেন নুসরত জাহান ও শ্রীকান্ত মোহতা। প্রযোজনা সংস্থা এসভিএফের কর্ণধার শ্রীকান্ত একদা নুসরতের কাছের মানুষ হলেও বিগত বেশ কিছু বছর ধরেই ওই সংস্থার 'দুয়োরানি' হয়েই ছিলেন নুসরত।
5 / 5
তবে বৃহস্পতিবারের রাত এক ফ্রেমে বন্দি করল তাঁদের। সঙ্গে আবার উপস্থিত যশও। সব মিলিয়ে জমজমাট উদযাপন। খাতায় কলমেও আজ থেকে 'সিনিয়র' তিনি। টলিউড তো কবেই আখ্যা দিয়েছে 'সিনিয়র' হিসেবে...।