ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুলের (KL Rahul) ব্যাটে দীর্ঘদিন বড় রানের খরা চলছে। কেএল রাহুলের শেষ ১০টি ইনিংসের দিকে তাকালে দেখা যাবে রয়েছে মাত্র ২টি হাফসেঞ্চুরি। (ছবি-টুইটার)
চলতি বছরের জানুয়ারিতে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন লোকেশ রাহুল। বলিউড তারকা আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে বিয়ের পর রাহুলের ভাগ্য ফেরেনি। (ছবি-টুইটার)
ভারত-অস্ট্রেলিয়া চলতি বর্ডার গাভাসকর ট্রফিতেও জ্বলে ওঠেনি লোকেশ রাহুলের ব্যাট। পর পর দু'টি টেস্টে কেএল রাহুলের সংগ্রহ ২০ এবং ১৭ ও ১। (ছবি-টুইটার)
এ বার ১ মার্চ থেকে শুরু হবে ইন্দোর টেস্ট। তার আগে স্ত্রী আথিয়া শেট্টির সঙ্গে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়েছেন লোকেশ রাহুল। (ছবি-টুইটার)
হর হর মহাদেব... সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লোকেশ রাহুল ও আথিয়া শেট্টির মহাকাল মন্দির দর্শনের ভিডিয়ো। (ছবি-টুইটার)
গেরুয়া বসনে লোকেশ রাহুল উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজোও দিয়েছেন। (ছবি-টুইটার)
বলিউড তারকা আথিয়া শেট্টির পরণে ছিল হলুদ রংয়ের চুড়িদার। তিনিও উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে মহাদেবের পুজো করেছেন। (ছবি-টুইটার)
সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনরা বলতে শুরু করেছেন, মহাকালেশ্বর মন্দিরে নিজের পুরনো ফর্ম ফিরে পাওয়ার জন্য পুজো দিলেন লোকেশ রাহুল। (ছবি-টুইটার)