Bangla News Photo gallery Cristiano Ronaldo scores stunning first half hat trick for Al Nassr, creates new records in Saudi Pro League
Cristiano Ronaldo: ফের হ্যাটট্রিক, নতুন নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Feb 26, 2023 | 10:13 AM
Cristiano Ronaldo Hat trick: সৌদি প্রো লিগে ফের হ্যাটট্রিক। যাবতীয় সমালোচনার জবাব ফিরিয়ে দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মরসুমের মাঝপথে সৌদির ক্লাব আল নাসেরে সই করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুরুটা ভালো না হলেও ক্রমশ নিজের জাত চেনাচ্ছেন সিআর সেভেন। সৌদি প্রো লিগে দ্বিতীয় হ্য়াটট্রিকে আরও একবার জবাব দিলেন।
1 / 8
সৌদি প্রো লিগে ফের হ্যাটট্রিক। যাবতীয় সমালোচনার জবাব ফিরিয়ে দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মরসুমের মাঝপথে সৌদির ক্লাব আল নাসেরে সই করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি:টুইটার)
2 / 8
শুরুটা ভালো না হলেও ক্রমশ নিজের জাত চেনাচ্ছেন সিআর সেভেন। সৌদি প্রো লিগে দ্বিতীয় হ্য়াটট্রিকে আরও একবার জবাব দিলেন। (ছবি:টুইটার)
3 / 8
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দ্বিতীয় ইনিংসে পারফরম্য়ান্সের চেয়ে বিতর্কে বেশি জড়িয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লাগাতার বিতর্কে ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়। (ছবি:টুইটার)
4 / 8
কাতার বিশ্বকাপেও হতাশ করেন রোনাল্ডো। জাতীয় দলের কোচের সঙ্গেও ঝামেলায় জড়ান। তাঁর ফুটবল ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। (ছবি:টুইটার)
5 / 8
অবশেষে রেকর্ড অর্থে সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মহা ধুমধামে ক্লাবে উন্মোচন হয় রোনাল্ডোর। যদিও মাঠে নামতেই শুরু হয় নতুন করে বিতর্ক। শুরুর দিকে বর্ণহীন ছিলেন রোনাল্ডো। (ছবি:টুইটার)
6 / 8
বিশ্বের অন্য়তম সেরা ফুটবলারের পারফরম্য়ান্সে হতাশা চেপে রাখতে পারেননি আল নাসেরের ডিরেক্টর। রোনাল্ডোকে যে মুখ দেখানোর জন্য় সই করানো হয়নি, এমন মন্তব্য়ও করেন। (ছবি:টুইটার)
7 / 8
যাবতীয় সমালোচনার জবাব দেন পারফরম্য়ান্সে। দুর্দান্ত কামব্য়াক করেন। ছয় ম্যাচে ৮টি গোল এবং দুটি গোলে অ্যাসিস্ট। ইতিমধ্যেই দুই ম্যাচে হ্য়াটট্রিকও করে ফেললেন রোনাল্ডো। ডামাক এফসির বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই হ্য়াটট্রিক পূর্ণ করেন রোনাল্ডো। (ছবি:টুইটার)
8 / 8
এটি কেরিয়ারের ৬২ তম হ্যাটট্রিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এর মধ্যে ৩০টি হ্য়াটট্রিক করেছেন ৩০ বছর বয়সের আগে। বাকি ৩২টি হ্য়াটট্রিক ৩০ বছর বয়সের পর। যা বিশ্ব ফুটবলে রেকর্ড। (ছবি:টুইটার)