Bangla News Photo gallery Ahead of Kolkata Derby SC East Bengal fans are waiting in front of club for Derby tickets at the very last moment
Kolkata Derby: বৃষ্টি মাথায় নিয়েই শেষবেলায় টিকিটের অপেক্ষায় লাল-হলুদ সমর্থকরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 27, 2022 | 6:28 PM
তিন বছর পর কলকাতায় ডার্বি। স্বাভাবিকভাবেই তিলোত্তমায় একটা আলাদা আমেজ তৈরি হয়ে গিয়েছে। রবিবার ডার্বি। তার আগে, আজ, শনিবার দূরদূরান্ত থেকে লাল-হলুদ সমর্থকরা বৃষ্টি মাথায় নিয়েই ক্লাবের সামনে হাজির হয়েছিলেন। একটাই চাহিদা ছিল... ডার্বির একখানা টিকিট চাই।
1 / 5
তিন বছর পর কলকাতায় ডার্বি (Kolkata Derby)। স্বাভাবিকভাবেই তিলোত্তমায় একটা আলাদা আমেজ তৈরি হয়ে গিয়েছে। রবিবার ডার্বি। তার আগে, আজ, শনিবার দূরদূরান্ত থেকে লাল-হলুদ সমর্থকরা বৃষ্টি মাথায় নিয়েই ক্লাবের সামনে হাজির হয়েছিলেন। একটাই চাহিদা ছিল... ডার্বির একখানা টিকিট চাই। ছবি: রাহুল সাধুখাঁ
2 / 5
শনিবার দুই প্রধানেরই ক্লোজড ডোর প্র্যাক্টিস ছিল। সকাল সকাল হুয়ান ফেরান্দোর দল অনুশীলন সেরে নেয়। ইস্টবেঙ্গলের ভাগ্যটা কিছুটা হলেও খারাপ। কারণ, দুপুর আড়াইটে নাগাদ লাল-হলুদের প্র্যাক্টিস রেখেছিলেন কোচ স্টিফেন কন্সন্ট্যান্টাইন। কিন্তু মশালব্রিগেডের অনুশীলনে বাদ সাধে বৃষ্টি। ছবি: রাহুল সাধুখাঁ
3 / 5
লেসলি ক্লডিয়াস সরণিতে লাল-হলুদ সমর্থকরা ছাতা মাথায় দিয়ে টিকিটের জন্য লাইন দিয়েছিলেন। শেষবেলায় যদি শিঁকে ছেড়ে, সেই অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু হাসি ফুটল না তাদের মুখে। ছবি: রাহুল সাধুখাঁ
4 / 5
বৃষ্টির কারণে ডার্বির মতো হাইভোল্টেজ ম্যাচের আগে ইস্টবেঙ্গল প্লেয়াররা অনুশীলন করতে পারেননি। তা সত্ত্বেও ইস্টবেঙ্গল তাঁবুতে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবি: রাহুল সাধুখাঁ
5 / 5
প্রিয় দলের ফুটবলাদের সামনে থেকে এক ঝলক দেখার জন্য, বৃষ্টি মাথায় নিয়েই হাজির ছিল একাধিক লাল-হলুদপ্রেমী। সৌরভ চক্রবর্তী, অঙ্কিত মুখোপাধ্যায়দের সঙ্গে হাত মেলালেন সমর্থকরা। উল্লেখ্য, হ্যামস্ট্রিং চোট রয়েছে অঙ্কিতের। ফলে ডার্বিতে তাঁকে হয়তো নামাতে পারবেন না স্টিফেন। ছবি: রাহুল সাধুখাঁ