Abhishek Bachchan: পাল্টেছে বি-টাউনের ভোল, পর্দা ফাঁস করলেন খোদ অভিষেক বচ্চন
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 13, 2022 | 6:25 PM
Junior Bachchan: আত্মবিশ্বাস থাকলেই একজন স্টার নিজের জায়গা ধরে রাখতে পারবেন। ১০ বছর আগের ছবি বর্তমানে গিয়েছে পাল্টে। এখন কাজ পেতে গেলে প্রয়োজন এক্স ফ্যাক্টর।
1 / 5
বলিউডে এক সময় দাপটের সঙ্গে রাজত্ব করা শুরু করেছিলেন অমিতাভ বচ্চন। তবে একটা সময়ের পর তাঁর সমসাময়িক স্টারেরা সিনেদুনিয়া থেকে সেভাবে ডাক না পেলেও তিনি এখনও ছক্কা হাঁকাচ্ছেন বক্স অফিসে। এবার সেই রহস্য ভেদ করলেন জুনিয়ার বচ্চন।
2 / 5
সদ্য অভিষেক বচ্চন জানান, বর্তমানে জনপ্রিয়তার থেকেও বড় বিষয় হল যে কোনও স্টারকেই হতে হবে ভার্সেটাইল। বহুমুখী প্রতিভা না থাকলে এখন কাজ পাওয়া বেজায় জটিল। তাই কাজের বিষয় থাকতে হবে কনফিডেন্ট।
3 / 5
আত্মবিশ্বাস থাকলেই একজন স্টার নিজের জায়গা ধরে রাখতে পারবেন। ১০ বছর আগের ছবি বর্তমানে গিয়েছে পাল্টে। এখন কাজ পেতে গেলে প্রয়োজন এক্স ফ্যাক্টর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন এই মর্মে মুখ খুলেছিলেন।
4 / 5
জানিয়েছেন, এখন নির্মাতা একটা শর্তেই কাজ দিতে রাজি হবেন, যে এই স্টারকে যে চরিত্রই দেওয়া হোক না কেন তিনি তা সহজেই ফুঁটিয়ে তুলতে পারবেন। নইলে বর্তমানে সিনে দুনিয়ায় টিকে থাকা দায় বলেই জানান তিনি।
5 / 5
সম্প্রতি বলিউডে কাজ পাওয়া নিয়ে মুখ খুলতে দেখা যাচ্ছে একাধিকস্টারকে। তবে কেন এখন কাজ পাওয়ার সমীকরণ পাল্টে যাচ্ছে তা নিয়ে এবার স্পষ্ট মুখ খুললেন জুনিয়ার বচ্চন। বুঝিয়ে দিলেন কাজ পাওয়ার গোপন সমীকরণটা ঠিক কী!