Air Vistara Recruitment 2023: ফ্রেশারদের জন্য দারুণ সুযোগ, কলকাতা বিমানবন্দরেই কর্মী নিয়োগ করবে এয়ার ভিস্তারা

Air Vistara Recruitment 2023: এই শূন্য়পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ১৮ হাজার টাকা থেকে ৩৬ হাজার টাকা হবে।

| Edited By: | Updated on: Jan 10, 2023 | 8:30 AM
৯-৫টার চাকরির বাইরে অন্য কিছু করতে চান? আকাশে স্বপ্নের উড়ান ভরার ইচ্ছে আপনার? তবে আপনার জন্য রয়েছে সুখবর। বিমানবন্দরে ও বিমানসেবিকা হিসাবে যারা কাজ করতে চান, তাদের দারুণ সুযোগ দিচ্ছে এয়ার ভিস্তারা। বেসরকারি এই উড়ান সংস্থার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৯-৫টার চাকরির বাইরে অন্য কিছু করতে চান? আকাশে স্বপ্নের উড়ান ভরার ইচ্ছে আপনার? তবে আপনার জন্য রয়েছে সুখবর। বিমানবন্দরে ও বিমানসেবিকা হিসাবে যারা কাজ করতে চান, তাদের দারুণ সুযোগ দিচ্ছে এয়ার ভিস্তারা। বেসরকারি এই উড়ান সংস্থার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

1 / 7
এয়ার ভিস্তারা সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড স্টাফ, কেবিন ক্রু, কার্গো ক্রু, ইউটিলিটি স্টাফ বিভাগে কর্মী নিয়োগ করা হবে।   

এয়ার ভিস্তারা সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড স্টাফ, কেবিন ক্রু, কার্গো ক্রু, ইউটিলিটি স্টাফ বিভাগে কর্মী নিয়োগ করা হবে।   

2 / 7
অভিজ্ঞতাসম্পন্ন ও নবাগত- উভয়ই এই শূন্যপদে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতাসম্পন্ন ও নবাগত- উভয়ই এই শূন্যপদে আবেদন করতে পারেন।

3 / 7
অভিজ্ঞতাসম্পন্ন ও নবাগত- উভয়ই এই শূন্যপদে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতাসম্পন্ন ও নবাগত- উভয়ই এই শূন্যপদে আবেদন করতে পারেন।

4 / 7
বেতন- এই শূন্য়পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ১৮ হাজার টাকা থেকে ৩৬ হাজার টাকা হবে।

বেতন- এই শূন্য়পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ১৮ হাজার টাকা থেকে ৩৬ হাজার টাকা হবে।

5 / 7
শিক্ষাগত যোগ্যতা-  দ্বাদশ শ্রেণি পাশ ও যে কোনও বিষয়ে স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা-  দ্বাদশ শ্রেণি পাশ ও যে কোনও বিষয়ে স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

6 / 7
আবেদন করার শেষ তারিখ হল ২ ফেব্রুয়ারি। 

আবেদন করার শেষ তারিখ হল ২ ফেব্রুয়ারি। 

7 / 7
Follow Us: