Ajinkya Rahane: উকিঁ দিচ্ছে রাধিকার বেবি বাম্প, সুখবর শোনালেন রাহানে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 23, 2022 | 4:27 PM

ভারতীয় দল থেকে বর্তমানে দূরে রয়েছেন ভারতের তারকা ব্যাটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আইপিএলের শেষের দিকে চোটের কারণে কেকেআরের হয়ে আর খেলতে পারেননি রাহানে। এরপর রিহ্যাব কাটিয়েছেন এনসিএতে। এরই মধ্যে সুখবর শোনালেন জিঙ্কস। চলতি বছরের অক্টোবরে রাহানের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ইন্সটাগ্রামে এই খবর জানিয়েছেন রাহানে ও রাধিকা। মেয়ে আর্যাকে নিয়ে সস্ত্রীক রাহানে একখানা মিষ্টি ছবি পোস্ট করেছেন। যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে রাধিকার বেবি বাম্প। তার পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন অজিঙ্ক-রাধিকা।

1 / 5
ভারতীয় দল থেকে বর্তমানে দূরে রয়েছেন ভারতের তারকা ব্যাটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আইপিএলের শেষের দিকে চোটের কারণে কেকেআরের হয়ে আর খেলতে পারেননি রাহানে। এরপর রিহ্যাব কাটিয়েছেন এনসিএতে। এরই মধ্যে সুখবর শোনালেন জিঙ্কস। চলতি বছরের অক্টোবরে রাহানের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। (ছবি-রাধিকা ধোপাবকর ইন্সটাগ্রাম)

ভারতীয় দল থেকে বর্তমানে দূরে রয়েছেন ভারতের তারকা ব্যাটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আইপিএলের শেষের দিকে চোটের কারণে কেকেআরের হয়ে আর খেলতে পারেননি রাহানে। এরপর রিহ্যাব কাটিয়েছেন এনসিএতে। এরই মধ্যে সুখবর শোনালেন জিঙ্কস। চলতি বছরের অক্টোবরে রাহানের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। (ছবি-রাধিকা ধোপাবকর ইন্সটাগ্রাম)

2 / 5
ইন্সটাগ্রামে এই খবর জানিয়েছেন রাহানে ও রাধিকা। মেয়ে আর্যাকে নিয়ে সস্ত্রীক রাহানে একখানা মিষ্টি ছবি পোস্ট করেছেন। যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে রাধিকার বেবি বাম্প। তার পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন অজিঙ্ক-রাধিকা। (ছবি-রাধিকা ধোপাবকর ইন্সটাগ্রাম)

ইন্সটাগ্রামে এই খবর জানিয়েছেন রাহানে ও রাধিকা। মেয়ে আর্যাকে নিয়ে সস্ত্রীক রাহানে একখানা মিষ্টি ছবি পোস্ট করেছেন। যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে রাধিকার বেবি বাম্প। তার পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন অজিঙ্ক-রাধিকা। (ছবি-রাধিকা ধোপাবকর ইন্সটাগ্রাম)

3 / 5
ছেলেবেলা থেকেই একে অপরকে চিনতেন অজিঙ্ক-রাধিকা। তখন থেকেই প্রেম, ভালোবাসা... এরপর রাধিকা ধোপাবকরের সঙ্গে ২০১৪ সালে বিয়ে করেন অজিঙ্ক রাহানে। (ছবি-রাধিকা ধোপাবকর ইন্সটাগ্রাম)

ছেলেবেলা থেকেই একে অপরকে চিনতেন অজিঙ্ক-রাধিকা। তখন থেকেই প্রেম, ভালোবাসা... এরপর রাধিকা ধোপাবকরের সঙ্গে ২০১৪ সালে বিয়ে করেন অজিঙ্ক রাহানে। (ছবি-রাধিকা ধোপাবকর ইন্সটাগ্রাম)

4 / 5
জিঙ্কস ও রাধিকার প্রথম সন্তান আর্যার জন্ম ২০১৯ সালের অক্টোবরে। (ছবি-রাধিকা ধোপাবকর ইন্সটাগ্রাম)

জিঙ্কস ও রাধিকার প্রথম সন্তান আর্যার জন্ম ২০১৯ সালের অক্টোবরে। (ছবি-রাধিকা ধোপাবকর ইন্সটাগ্রাম)

5 / 5
রাধিকা ও অজিঙ্ক তাঁদের পরিবারে নতুন সদস্য আসার কথা ইন্সটাগ্রামে জানাতেই, ভারত অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদে, জসপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গনেশণ, মায়াঙ্ক আগরওয়ালের স্ত্রী আশিতা সুদ, নীতিশ রানার স্ত্রী সাচী মারওয়ারা শুভেচ্ছাবার্তা জানান। এ বারের আইপিএলে কেকেআরের হয়ে খেলেছিলেন রাহানে। তাই নাইট পরিবারের তরফ থেকেও শুভেচ্ছাবার্তা পেয়েছেন রাধিকা-অজিঙ্ক। (ছবি-রাধিকা ধোপাবকর ইন্সটাগ্রাম)

রাধিকা ও অজিঙ্ক তাঁদের পরিবারে নতুন সদস্য আসার কথা ইন্সটাগ্রামে জানাতেই, ভারত অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদে, জসপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গনেশণ, মায়াঙ্ক আগরওয়ালের স্ত্রী আশিতা সুদ, নীতিশ রানার স্ত্রী সাচী মারওয়ারা শুভেচ্ছাবার্তা জানান। এ বারের আইপিএলে কেকেআরের হয়ে খেলেছিলেন রাহানে। তাই নাইট পরিবারের তরফ থেকেও শুভেচ্ছাবার্তা পেয়েছেন রাধিকা-অজিঙ্ক। (ছবি-রাধিকা ধোপাবকর ইন্সটাগ্রাম)

Next Photo Gallery