Akshay Kumar: লক্ষ্যে এবার ‘যৌনশিক্ষা’, আগামীর কোন পরিকল্পনার কথা ফাঁস করলেন অক্ষয়

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 05, 2022 | 8:00 AM

Upcoming Project: চলতি বছরে মুক্তি পাওয়া একের পর এক ছবি ফ্লপের তকমা পেয়েছে অক্ষয় কুমারের। তবে ওটিটি-তে মুক্তি পাওয়া ছবি 'কাঠপুতলি' বেশ প্রসংশিত।

1 / 5
চলতি বছরে মুক্তি পাওয়া একের পর এক ছবি ফ্লপের তকমা পেয়েছে অক্ষয় কুমারের। তবে ওটিটি-তে মুক্তি পাওয়া ছবি কাঠপুতলি বেশ প্রসংশিত। তবে বড়পর্দা নিয়ে তিনি আর কোনও ঝুঁকি নিতে চান না।

চলতি বছরে মুক্তি পাওয়া একের পর এক ছবি ফ্লপের তকমা পেয়েছে অক্ষয় কুমারের। তবে ওটিটি-তে মুক্তি পাওয়া ছবি কাঠপুতলি বেশ প্রসংশিত। তবে বড়পর্দা নিয়ে তিনি আর কোনও ঝুঁকি নিতে চান না।

2 / 5
বি-টাউনের ব্যস্ততম অভিনেতা আবারও ফিরতে চলেছেন পুরোনো ছন্দে। কখনও টয়লেট, কখনও আবার প্যাডম্যান-এর মতো ছবি করে যিনি বক্স অফিসে ঝড় তুলেছিলেন, তিনি এবার ফিরছেন যৌনশিক্ষা নিয়ে।

বি-টাউনের ব্যস্ততম অভিনেতা আবারও ফিরতে চলেছেন পুরোনো ছন্দে। কখনও টয়লেট, কখনও আবার প্যাডম্যান-এর মতো ছবি করে যিনি বক্স অফিসে ঝড় তুলেছিলেন, তিনি এবার ফিরছেন যৌনশিক্ষা নিয়ে।

3 / 5
এই খবর সামনে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় ভক্তদের এক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। স্পষ্টই তাঁরা মন্তব্য করেন অক্ষয় কুমারকে ছাড়া এই ছবি দর্শকেরা গ্রহণ করবেন না। ফলে কার্তিককে নিয়ে শুরু হয়ে যায় কড়া সমালোচনা।

এই খবর সামনে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় ভক্তদের এক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। স্পষ্টই তাঁরা মন্তব্য করেন অক্ষয় কুমারকে ছাড়া এই ছবি দর্শকেরা গ্রহণ করবেন না। ফলে কার্তিককে নিয়ে শুরু হয়ে যায় কড়া সমালোচনা।

4 / 5
অক্ষয় কুমার জানান, 'এই বিষয় নিয়ে কথা বলা ভীষণ জুরুরি। আমি অতীতেও অনেক সোশ্যাল ছবি করেছি। বিশেষ করে যা আমার দেশের জন্য ভীষণ প্রাসঙ্গিক। আমি তেমনই বিষয়গুলোকে বেছে নিয়ে থাকি।'

অক্ষয় কুমার জানান, 'এই বিষয় নিয়ে কথা বলা ভীষণ জুরুরি। আমি অতীতেও অনেক সোশ্যাল ছবি করেছি। বিশেষ করে যা আমার দেশের জন্য ভীষণ প্রাসঙ্গিক। আমি তেমনই বিষয়গুলোকে বেছে নিয়ে থাকি।'

5 / 5
তিনি আরও জানান, 'তবে আমি ছবিগুলোকে বিনোদনের মতো করেই বানানোর চেষ্টা করি, গান থাকে, মজা থাকে, ড্রামা থাকে। যাতে সাধারণ মানুষ সব ধরনের স্বাদ পায় ও ছবি উপভোগ করেন।'

তিনি আরও জানান, 'তবে আমি ছবিগুলোকে বিনোদনের মতো করেই বানানোর চেষ্টা করি, গান থাকে, মজা থাকে, ড্রামা থাকে। যাতে সাধারণ মানুষ সব ধরনের স্বাদ পায় ও ছবি উপভোগ করেন।'

Next Photo Gallery