Akshaya Tritiya 2024: বাঙালির ধনতেরাসে রোহিনী নক্ষত্রের আগমন! রাতারাতি বড়লোক হতে ঠিক এই সময়েই কিনুন বিশেষ জিনিস

Hindu Rituals: বাংলা ক্যালেন্ডার মতে, এবারের অক্ষয় তৃতীয়া পালিত হবে ১০ মে, শুক্রবার। এদিন গোটা দিন জুড়েই শুভ সময় বজায় থাকে। এদিন সকাল ১০টা ৫৪ মিনিট পর্যন্ত রোহিনী নক্ষত্র অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র মতে, রোহিনী নক্ষত্রের সময় বিশেষ কিছু জিনিস কেনাকাটা করাকে শুভ বলে মনে করা হয়। এদিন সোনা, রূপো ও কাপড় কেনাকেও শুভ বলে মনে করা হয়।

| Edited By: | Updated on: May 07, 2024 | 7:31 PM
অক্ষয় শব্দের অর্থ হল, যার ক্ষয় হয় না। তাই যে কাজই করুন না কেন, সেই কাজ কখনও বিফলে যাবে না। তাই এই দিনটি প্রতিটি বাঙালি কেন, হিন্দুদের কাছেই অত্যন্ত পবিত্রের। অক্ষয় তৃতীয়া এমন একটি তিথি, যে তিথিতে লক্ষ্মী-নারায়ণের উপাসনা ও দানকর্ম করা হলে শাশ্বত পূণ্য অর্জনের সুযোগ পাওয়া যায়।

অক্ষয় শব্দের অর্থ হল, যার ক্ষয় হয় না। তাই যে কাজই করুন না কেন, সেই কাজ কখনও বিফলে যাবে না। তাই এই দিনটি প্রতিটি বাঙালি কেন, হিন্দুদের কাছেই অত্যন্ত পবিত্রের। অক্ষয় তৃতীয়া এমন একটি তিথি, যে তিথিতে লক্ষ্মী-নারায়ণের উপাসনা ও দানকর্ম করা হলে শাশ্বত পূণ্য অর্জনের সুযোগ পাওয়া যায়।

1 / 9
অক্ষয় তৃতীয়া এতটাই পবিত্র ও শুভ যে এদিন শুভ মুহূর্ত মেনে অনেকেই নতুন ফ্ল্যাট, গাড়ি, বাংলো, সোনার গয়না, ঠাকুরের মূর্তি কিনে বাড়িতে আনেন। এদিন অেকেই বিশেষ করে যারা ব্যবসায়ী, তারা নতুন প্রকল্প বা ব্যবসা শুরু করেন। এর জন্য কোনও শুভ সময়ের দরকার পড়ে না।

অক্ষয় তৃতীয়া এতটাই পবিত্র ও শুভ যে এদিন শুভ মুহূর্ত মেনে অনেকেই নতুন ফ্ল্যাট, গাড়ি, বাংলো, সোনার গয়না, ঠাকুরের মূর্তি কিনে বাড়িতে আনেন। এদিন অেকেই বিশেষ করে যারা ব্যবসায়ী, তারা নতুন প্রকল্প বা ব্যবসা শুরু করেন। এর জন্য কোনও শুভ সময়ের দরকার পড়ে না।

2 / 9
বাংলা ক্যালেন্ডার মতে, এবারের অক্ষয় তৃতীয়া পালিত হবে ১০ মে, শুক্রবার। এদিন গোটা দিন জুড়েই শুভ সময় বজায় থাকে। এদিন সকাল ১০টা ৫৪ মিনিট পর্যন্ত রোহিনী নক্ষত্র অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র মতে, রোহিনী নক্ষত্রের সময় বিশেষ কিছু জিনিস কেনাকাটা করাকে শুভ বলে মনে করা হয়। এদিন সোনা, রূপো ও কাপড় কেনাকেও শুভ বলে মনে করা হয়।

বাংলা ক্যালেন্ডার মতে, এবারের অক্ষয় তৃতীয়া পালিত হবে ১০ মে, শুক্রবার। এদিন গোটা দিন জুড়েই শুভ সময় বজায় থাকে। এদিন সকাল ১০টা ৫৪ মিনিট পর্যন্ত রোহিনী নক্ষত্র অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র মতে, রোহিনী নক্ষত্রের সময় বিশেষ কিছু জিনিস কেনাকাটা করাকে শুভ বলে মনে করা হয়। এদিন সোনা, রূপো ও কাপড় কেনাকেও শুভ বলে মনে করা হয়।

3 / 9
এদিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর একসঙ্গে আরাধনা করা উচিত। এদিনে করা পুজো অত্যন্ত শুভ। লক্ষ্মী-নারায়ণকে হলুদ ফুল ও বস্ত্র দিয়ে সাজিয়ে হলুদ মিষ্টি নিবেদন করুন। তা শুভ বলে মনে করা হয়। পাশাপাশি নারকেলের চারপাশে লাল কাপড় বেঁধে সুরক্ষিত স্থানে রাখাও শুভ বলে মনে করা হয়।

এদিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর একসঙ্গে আরাধনা করা উচিত। এদিনে করা পুজো অত্যন্ত শুভ। লক্ষ্মী-নারায়ণকে হলুদ ফুল ও বস্ত্র দিয়ে সাজিয়ে হলুদ মিষ্টি নিবেদন করুন। তা শুভ বলে মনে করা হয়। পাশাপাশি নারকেলের চারপাশে লাল কাপড় বেঁধে সুরক্ষিত স্থানে রাখাও শুভ বলে মনে করা হয়।

4 / 9
অক্ষয় তৃতীয়ার দিনে হলুদ ও শুকনো ধনে কেনা বিশেষ শুভ বলে মনে করা হয়। যদিও হলুদ রান্নাঘরের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি মশলা। হলুদকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবেও বিবেচনা করা হয়।

অক্ষয় তৃতীয়ার দিনে হলুদ ও শুকনো ধনে কেনা বিশেষ শুভ বলে মনে করা হয়। যদিও হলুদ রান্নাঘরের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি মশলা। হলুদকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবেও বিবেচনা করা হয়।

5 / 9
শুধু তাই নয়, ধনেকে সম্পদের প্রতীক মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন সাত বা এগারোটা হলুদ ও ধনে পাতা কিনে পুজোর ঘরে রেখে দিন। তাতে  সংসারে হু হু করে প্রবেশ করে অগাধ টাকা-পয়সা।

শুধু তাই নয়, ধনেকে সম্পদের প্রতীক মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন সাত বা এগারোটা হলুদ ও ধনে পাতা কিনে পুজোর ঘরে রেখে দিন। তাতে সংসারে হু হু করে প্রবেশ করে অগাধ টাকা-পয়সা।

6 / 9
এদিন নতুন ব্যবসা শুরু করাও শুভ। এছাড় তীর্থস্থান ভ্রমণ, বিবাহ, গৃহ নির্মাণ বা গৃহ প্রবেশের জন্য অত্যন্ত শুভ বলেও মনে করা হয়। বিভিন্ন জিনিস কেনার জন্যও এই দিনটিকে বিশেষ বলে মনে করা হয়।

এদিন নতুন ব্যবসা শুরু করাও শুভ। এছাড় তীর্থস্থান ভ্রমণ, বিবাহ, গৃহ নির্মাণ বা গৃহ প্রবেশের জন্য অত্যন্ত শুভ বলেও মনে করা হয়। বিভিন্ন জিনিস কেনার জন্যও এই দিনটিকে বিশেষ বলে মনে করা হয়।

7 / 9
অক্ষয় তৃতীয়ার দিন, ভগবান পরশুরামের জন্মদিন হিসেবে পালিত হয়। তাই একে ভগবান বিষ্ণুর অবতার বলেও মনে করা হয়। এই বিশেষ দিনে বদ্রীনাথ ধামের দরজাও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। অক্ষয় তৃতীয়ার দিন পিতৃতর্পণও করেন অনেকে। তীর্থস্থান ভ্রমণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

অক্ষয় তৃতীয়ার দিন, ভগবান পরশুরামের জন্মদিন হিসেবে পালিত হয়। তাই একে ভগবান বিষ্ণুর অবতার বলেও মনে করা হয়। এই বিশেষ দিনে বদ্রীনাথ ধামের দরজাও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। অক্ষয় তৃতীয়ার দিন পিতৃতর্পণও করেন অনেকে। তীর্থস্থান ভ্রমণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

8 / 9
পারিবারিক বিবাদ বা আইনি সমস্যা সমাধানের জন্য সাত বা এগারো বার রাম রক্ষা স্তোত্র পাঠ করলে তা সাফল্য পাওয়া যায়। সারা জীবন আশীর্বাদ পাওয়ার জন্য এই বিশেষ দিনটিকে জীবনে নিয়ে আসে অনন্ত সমৃদ্ধি ও মঙ্গল।

পারিবারিক বিবাদ বা আইনি সমস্যা সমাধানের জন্য সাত বা এগারো বার রাম রক্ষা স্তোত্র পাঠ করলে তা সাফল্য পাওয়া যায়। সারা জীবন আশীর্বাদ পাওয়ার জন্য এই বিশেষ দিনটিকে জীবনে নিয়ে আসে অনন্ত সমৃদ্ধি ও মঙ্গল।

9 / 9
Follow Us: