লিগের ম্যাচে রীতিমতো ধুঁকছে। পয়েন্ট তালিকার নবম স্থানে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শুরুটাও হার-জিত মিলিয়ে কেটেছে। অবশেষে দুঃসময় ভুলে জয়ের আনন্দে মাতলেন মহম্মদ সালাহরা।(ছবি:টুইটার)
মঙ্গলবার রাতে ঘরের মাঠে রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে যুর্গেন ক্লপের দল। দারুণ ফ্রি-কিকে লিভারপুলকে এগিয়ে দেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এরপর পেনাল্টি থেকে গোল করেন মহম্মদ সালাহ।(ছবি:টুইটার)
গোলরক্ষক অ্যালান ম্যাকগ্রেগরের সৌজন্যে আরও গোল হজম করার লজ্জা থেকে বেঁচেছে স্কটিশ ক্লাবটি। (ছবি:টুইটার)
ম্যাচের প্রথম ৭ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন আর্নল্ড। রেঞ্জার্সকে প্রথম থেকেই চেপে ধরে অ্যানফিল্ডের দলটি।(ছবি:টুইটার)
এই জয়ে গ্রুপ এ-তে তিন ম্যাচে ৬ পয়েন্ট লিভারপুলের। গ্রুপের ২ নম্বরে রয়েছে অল রেডরা।(ছবি:টুইটার)