Alia Bhatt: প্রকাশ পেল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র ট্রেলার! সাদা শাড়িতে পাপারাৎজিদের নমস্কার জানালেন আলিয়া

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 04, 2022 | 1:43 PM

বহু প্রতীক্ষার পর অবশেষে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সঞ্জয় লীলা ভনসালীর পরিচালনায় এই প্রথম কাজ করছেন আলিয়া ভাট। আজ (০৪.০২.২০২২) মুক্তি পেল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর ট্রেলার। তার আগেই মুভি প্রোমোশনে গিয়ে সাদা শাড়িতে নজর কাড়লেন আলিয়া।

1 / 6
বহু প্রতীক্ষার পর অবশেষে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সঞ্জয় লীলা ভনসালীর পরিচালনায় এই প্রথম কাজ করছেন আলিয়া ভাট। আজ (০৪.০২.২০২২) মুক্তি পেল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর ট্রেলার। তার আগেই মুভি প্রোমোশনে গিয়ে সাদা শাড়িতে নজর কাড়লেন আলিয়া।

বহু প্রতীক্ষার পর অবশেষে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সঞ্জয় লীলা ভনসালীর পরিচালনায় এই প্রথম কাজ করছেন আলিয়া ভাট। আজ (০৪.০২.২০২২) মুক্তি পেল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর ট্রেলার। তার আগেই মুভি প্রোমোশনে গিয়ে সাদা শাড়িতে নজর কাড়লেন আলিয়া।

2 / 6
পরনে শাড়ি, কানে তিন থাকের ঝুমকা আর চুলে গোলাপ ফুল- এই লুকেই নজর কাড়লেন আলিয়া ভাট।

পরনে শাড়ি, কানে তিন থাকের ঝুমকা আর চুলে গোলাপ ফুল- এই লুকেই নজর কাড়লেন আলিয়া ভাট।

3 / 6
সাদা আইভরি শাড়ি পরেছেন আলিয়া। শাড়ির পারে রয়েছে হলুদ রঙের এমব্রয়ডারি কাজ। শাড়ির সঙ্গে ম্যাচ করে সিলভার ও গোল্ডেনে এমব্লিশ ব্লাউজ পরেছে আলিয়া।

সাদা আইভরি শাড়ি পরেছেন আলিয়া। শাড়ির পারে রয়েছে হলুদ রঙের এমব্রয়ডারি কাজ। শাড়ির সঙ্গে ম্যাচ করে সিলভার ও গোল্ডেনে এমব্লিশ ব্লাউজ পরেছে আলিয়া।

4 / 6
৩১ হাজার টাকা দামের এই শাড়িতে সুন্দরী দেখাচ্ছে আলিয়াকে। নিজেই এই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

৩১ হাজার টাকা দামের এই শাড়িতে সুন্দরী দেখাচ্ছে আলিয়াকে। নিজেই এই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

5 / 6
নো-মেকআপ মেকআপ লুকেও উজ্জ্বল দেখাচ্ছে তাঁকে। আলিয়া ব্যবহার করেছে ব্রাউনিশ ন্যুড শেডের লিপস্টিক। আর কপালে রয়েছে ছোট্ট টিপ। সিলভারের একটি তিন স্তরের ঝুমকা পরেছেন তিনি। আর গাঙ্গুবাই স্টাইলে খোঁপায় গেঁথেছেন গোলাপ ফুল।

নো-মেকআপ মেকআপ লুকেও উজ্জ্বল দেখাচ্ছে তাঁকে। আলিয়া ব্যবহার করেছে ব্রাউনিশ ন্যুড শেডের লিপস্টিক। আর কপালে রয়েছে ছোট্ট টিপ। সিলভারের একটি তিন স্তরের ঝুমকা পরেছেন তিনি। আর গাঙ্গুবাই স্টাইলে খোঁপায় গেঁথেছেন গোলাপ ফুল।

6 / 6
২৮ বছরের এই ডিভা পরিচালক সঞ্জয় লীলা ভনসালী ও সহ-অভিনেতা অজয় দেবগণের সঙ্গে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ প্রোমোশনে গিয়েছিলেন। সেখানে গাঙ্গুবাইয়ের স্টাইলে পাপারাৎজিদের মন জয় করে নিলেন আলিয়া।

২৮ বছরের এই ডিভা পরিচালক সঞ্জয় লীলা ভনসালী ও সহ-অভিনেতা অজয় দেবগণের সঙ্গে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ প্রোমোশনে গিয়েছিলেন। সেখানে গাঙ্গুবাইয়ের স্টাইলে পাপারাৎজিদের মন জয় করে নিলেন আলিয়া।

Next Photo Gallery