Alia Bhatt: নেপোটিজ়মের তকমা গায়ে, ট্রোলারদের পাল্টা প্রশ্ন আলিয়ার- শেষ হাসি কে হেসেছে?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 23, 2022 | 8:00 AM

Bollywood Gossip: কখনও শোনা গিয়েছে মহেশ কন্যা বলেই চান্স পাচ্ছে, কেউ আবার বলে থাকে করণ জোহরের তাঁর গডফাদার। সত্যি কি তাই!

1 / 5
করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক মানেই অধিকাংশ ক্ষেত্রে তা স্টারকিডের প্রসঙ্গই উঠে আসে। সে মহেশ ভাটের কন্যা হোক বা শ্রী কন্যা। তবে এই নেপোটিজ়ম চর্চায় প্রথম থেকেই নাম লিখিয়েছেন আলিয়া ভাট।

করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক মানেই অধিকাংশ ক্ষেত্রে তা স্টারকিডের প্রসঙ্গই উঠে আসে। সে মহেশ ভাটের কন্যা হোক বা শ্রী কন্যা। তবে এই নেপোটিজ়ম চর্চায় প্রথম থেকেই নাম লিখিয়েছেন আলিয়া ভাট।

2 / 5
কখনও শোনা গিয়েছে মহেশ কন্যা বলেই চান্স পাচ্ছে, কেউ আবার বলে থাকে করণ জোহরের তিনি হলেন মানষকন্যা। সত্যি কি তাই! সত্যি কি তাঁর কোনও প্রতিভাই নেই। দীর্ঘ দিন ধরে চলতে থাকা এই বিতর্কে এবার মুখ খুললেন আলিয়া।

কখনও শোনা গিয়েছে মহেশ কন্যা বলেই চান্স পাচ্ছে, কেউ আবার বলে থাকে করণ জোহরের তিনি হলেন মানষকন্যা। সত্যি কি তাই! সত্যি কি তাঁর কোনও প্রতিভাই নেই। দীর্ঘ দিন ধরে চলতে থাকা এই বিতর্কে এবার মুখ খুললেন আলিয়া।

3 / 5
কেরিয়ারে এই বয়সেই যে জায়গাটা তিনি করে নিয়েছে, তা এক কথায় প্রশংসার দাবি রাখে। বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে গড়েছেন। এত কম বয়সে এত সাফল্য কি সত্যিই স্বজন পোষণের জন্য! এবার তার সপাট উত্তর দিলেন আলিয়া।

কেরিয়ারে এই বয়সেই যে জায়গাটা তিনি করে নিয়েছে, তা এক কথায় প্রশংসার দাবি রাখে। বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে গড়েছেন। এত কম বয়সে এত সাফল্য কি সত্যিই স্বজন পোষণের জন্য! এবার তার সপাট উত্তর দিলেন আলিয়া।

4 / 5
স্পষ্ট প্রশ্ন শেষ হাসি কে হেঁসেছে! এযাবৎ কালে মুক্তি পাওয়া ছবির মধ্যে অন্যতম হিট ছবি হল গাঙ্গুবাঈ কাথিওয়ারি। সঞ্জয়লীলা ভনশালি পরিচালিত এই ছবি বক্স অফিসে লক্ষ্মীলাভে সফল।

স্পষ্ট প্রশ্ন শেষ হাসি কে হেঁসেছে! এযাবৎ কালে মুক্তি পাওয়া ছবির মধ্যে অন্যতম হিট ছবি হল গাঙ্গুবাঈ কাথিওয়ারি। সঞ্জয়লীলা ভনশালি পরিচালিত এই ছবি বক্স অফিসে লক্ষ্মীলাভে সফল।

5 / 5
এবার কথা প্রসঙ্গে তা মনে করিয়ে দিলেন তিনি। আলিয়া ভাট যদি নেপোটিজ়মের জন্যই ভাল ছবি পেয়ে থাকেন, তবে শেষ হাসি কে হেসেছে! গাঙ্গুবাঈ কাথিওয়াড়ির পর কোন ছবি রয়েছে যাকে সফল বলা চলে!

এবার কথা প্রসঙ্গে তা মনে করিয়ে দিলেন তিনি। আলিয়া ভাট যদি নেপোটিজ়মের জন্যই ভাল ছবি পেয়ে থাকেন, তবে শেষ হাসি কে হেসেছে! গাঙ্গুবাঈ কাথিওয়াড়ির পর কোন ছবি রয়েছে যাকে সফল বলা চলে!

Next Photo Gallery
Weight loss: সকালে দুধের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ এই আয়ুর্বেদিক ভেষজ, ওজন কমবে ১ সপ্তাহেই
Robert Lewandowski’s wife: অ্যাথলিট, নিউট্রিশনিস্ট স্ত্রীর সমর্থনই শক্তি লেওয়ানডস্কির