TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Sep 24, 2022 | 9:41 AM
আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত ছবি ব্রহ্মাস্ত্র এখন জল্পনার কেন্দ্রে। ছবি ঘিরে বয়কটের ডাক থেকে শুরু করে ছবিতে অভিনয় নিয়ে কড়া সমালোচনা, সবটাই চাক্ষুস করেছেন আলিয়া ভাট।
তবে ছবির ব্যবসায় যে তার বিন্দু মাত্র প্রভাব পড়েনি, সে প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। মাত্র ১০ দিনেই এই ছবি পেড়িয়েছে ৩০০ কোটির ব্যবসা। ফলে ব্রহ্মাস্ত্র ২ ঘিরে এখন বেশ আশাবাদী টিম।
এরই মাঝে ছবি নিয়ে নেগেটিভিটির প্রসঙ্গে মুখ খুলতে শোনা যায় আলিয়া ভাটকে। তাঁর কথায়, তিনি ভীষণ পজেটিভ। ছবি নিয়ে নেগেটিভিটিতে বিশ্বাসী নন তিনি। আলিয়া ভাট আরও জানান যে তিনি ছবির সমালোচনায় বিশ্বাসী, তবে ছবি ঘিরে নেগেটিভিটি ছড়ানোতে বিশ্বাসী নন।
এবার আরও একধাপ এগিয়ে গোপন তথ্য শেয়ার করলেন আলিয়া। সাফ জানিয়ে দিলেন, তিনি নিজের ছবির রিভিউ পড়া পছন্দ করেন না। কখনই খুলে দেখেন না যে রিভিউতে ঠিক কী কী লেখা থাকে।
তাঁর সম্পর্কে ভাল কথা লেখা থাকলেও আলিয়া খুব একটা রিভিউ পড়তে পছন্দ করেন না। তবে মাঝে মধ্যে অনেকেই তাঁকে কিছু খবরের হেডলাউন পাঠিয়ে থাকেন, যা দেখে তিনি আন্দাজ করে নেন লোকে কী বলছে ছবিটা নিয়ে।