TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Sep 24, 2022 | 11:49 AM
রণবীর-আলিয়া- রণবীর কাপুর ও আলিয়া ভাটের বেডরুম সিক্রেট নিজেই ফাঁস করেছিলেন কাপুরসন। তাঁর কথায় আলিয়া এমনভাবে ঘুমোন যে একটা সময়ের পর বিছানার কোণে স্থান হয় রণবীর কাপুরের।
তাঁর কথায় তিনি আগামী একটা বছর সমস্ত কাজ থেকে দূরে থাকতে চান। সন্তানের সঙ্গে সময় কাটাতে চান। তারপরই তিনি আবারও ফিরবেন সেটে। ফলে আলিয়া ভক্তদের বেশ মন খারাপ।
রণবীর কাপুর- রণবীর ভক্তরা এতক্ষণে ভাবছিলেন, তালিকায় রণবীরের নাম কোথায়! তবে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। পাঁচ নম্বর নামটি রয়েছে তাঁরই। সদ্য ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করেন রণবীর।
ক্যাটরিনা কাইফ- টুইটের তালিকায় নেই ক্যাটও। টুইটে নিজের অ্যাকাউন্ট খুলতে নারাজ তিনি। তাই টুইটে গেলে ভিকি ঘরনির দেখা মিলবে না। যদিও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তিনি সদা উপস্থিত।
যদিও রণবীর কাপুর বর্তমানে যে বি-টাউনের অন্যতম দাপুটে স্টার তা নিয়ে কোনও দ্বিমত নয়। স্টারের চলতি বছরে মুক্তি পাওয়া ছবি শামশেরা ফ্লপের মুখ দেখলেও বর্তমানে ব্রহ্মাস্ত্র তাঁকে ঘিরে সব কিন্তুর অবসান ঘটিয়ে দিয়েছে।