Alia Bhatt: সিনেমা জগত থেকে মুখ ফেরালেন আলিয়া, কেন রাতারাতি বিরতির সিদ্ধান্ত
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 16, 2022 | 10:08 PM
Bollywood Inside: বলিউডের অন্যতম ব্যস্ত অবিনেত্রী হলেন আলিয়া ভাট। একের পর এক ছবি তাঁর বক্স অফিসে হিট। অন্তঃসত্ত্বা হয়েও তিনি কিছুতেই সরে দাঁড়াননি কাজের জায়গা থেকে...
1 / 5
বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হলেন আলিয়া ভাট। একের পর এক ছবি তাঁর বক্স অফিসে হিট। অন্তঃসত্ত্বা হয়েও তিনি কিছুতেই সরে দাঁড়াননি কাজের জায়গা থেকে।
2 / 5
রমরমিয়ে চলেছে প্রমোশনের কাজ। চলেছে শুটিং-এর কাজ। সাক্ষাৎকার থেকে শুরু করে পরিবারের যে কোনও অনুষ্ঠানে আলিয়ার হাজিরা ছিল চোখে পড়ার মতো।
3 / 5
তবে এবার সেই সেলেবই বেশ কিছুটা ছুটিতে যেতে চান। না, তিনি ছবি থেকে মুখ ফেরাননি। কারণ একটাই, নবজাতকের সঙ্গে অনেকটা সময় কাটাতে চান আলিয়া ভাট।
4 / 5
তাঁর কথায় তিনি আগামী একটা বছর সমস্ত কাজ থেকে দূরে থাকতে চান। সন্তানের সঙ্গে সময় কাটাতে চান। তারপরই তিনি আবারও ফিরবেন সেটে। ফলে আলিয়া ভক্তদের বেশ মন খারাপ।
5 / 5
রণবীর-আলিয়া- রণবীর কাপুর ও আলিয়া ভাটের বেডরুম সিক্রেট নিজেই ফাঁস করেছিলেন কাপুরসন। তাঁর কথায় আলিয়া এমনভাবে ঘুমোন যে একটা সময়ের পর বিছানার কোণে স্থান হয় রণবীর কাপুরের।