Paarl Royals: পার্ল রয়্যালসের নেতৃত্বে ডেভিড মিলার, দলে রয়েছেন আর কারা?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 08, 2023 | 7:30 AM

নিন্দুকেরা বলছে, এ তো আইপিএলের মিনি সংস্করণ! শুধু শহরের নামগুলোই যা অন্য। কথা হচ্ছে দক্ষিণ আফ্রিকার নতুন টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের। যার নাম এসএ২০ লিগ (South Africa T20 League)। যার অন্যতম দল পার্ল রয়্যালস।

1 / 6
নামের মতো জার্সিতেও মিল রয়েছে। পার্ল রয়্যালসের নেতৃত্ব দেবেন ডেভিড মিলার, দলে রয়েছেন আর কারা? ছবি: টুইটার

নামের মতো জার্সিতেও মিল রয়েছে। পার্ল রয়্যালসের নেতৃত্ব দেবেন ডেভিড মিলার, দলে রয়েছেন আর কারা? ছবি: টুইটার

2 / 6
দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি তারকা ব্যাটার ডেভিড মিলারের হাতে। কোচ হিসেবে রয়েছেন প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার জেপি ডুমিনি। ছবি: টুইটার

দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি তারকা ব্যাটার ডেভিড মিলারের হাতে। কোচ হিসেবে রয়েছেন প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার জেপি ডুমিনি। ছবি: টুইটার

3 / 6
দলে রয়েছেন ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক ক্রিকেটার জস বাটলার। আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলেন তিনি। এ বার দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে এই উইকেট কিপার ব্যাটার নজর কাড়তে চলেছেন দর্শকদের। ছবি: টুইটার

দলে রয়েছেন ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক ক্রিকেটার জস বাটলার। আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলেন তিনি। এ বার দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে এই উইকেট কিপার ব্যাটার নজর কাড়তে চলেছেন দর্শকদের। ছবি: টুইটার

4 / 6
পার্ল রয়ালসের হয়ে মাঠে নামবেন ইংল্যান্ডের আর এক তারকা ক্রিকেটার জেসন রয়। এর আগে বিগ ব্যাশ লিগে ও আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। ১.৫০ মিলিয়ন ব়্যান্ডের বিনিময়ে তাঁকে দলে নিয়েছে পার্ল রয়্যালস। ছবি: টুইটার

পার্ল রয়ালসের হয়ে মাঠে নামবেন ইংল্যান্ডের আর এক তারকা ক্রিকেটার জেসন রয়। এর আগে বিগ ব্যাশ লিগে ও আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। ১.৫০ মিলিয়ন ব়্যান্ডের বিনিময়ে তাঁকে দলে নিয়েছে পার্ল রয়্যালস। ছবি: টুইটার

5 / 6
দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি ব্যাটার ডেভিড মিলার ২০২২ আইপিএলে অভিষেককারী গুজরাট টাইটান্সের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এসএ২০-তে খেলবেন রয়্যালসে। ছবি: টুইটার

দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি ব্যাটার ডেভিড মিলার ২০২২ আইপিএলে অভিষেককারী গুজরাট টাইটান্সের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এসএ২০-তে খেলবেন রয়্যালসে। ছবি: টুইটার

6 / 6
ইংল্যান্ডের ওয়ান ডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ২.০০ মিলিয়ন ব়্যান্ডে দলে নিয়েছে পার্ল রয়্যালস। ২০২০ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। 
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছরই। ছবি: টুইটার

ইংল্যান্ডের ওয়ান ডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ২.০০ মিলিয়ন ব়্যান্ডে দলে নিয়েছে পার্ল রয়্যালস। ২০২০ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছরই। ছবি: টুইটার

Next Photo Gallery