আর্থিক সঞ্চয়ের মাধ্যমে নতুনভাবে শুরু করতে পারেন নতুন বছর। দারুণ খবর ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট নিয়ে। বাড়ানো হল ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার।
ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের উপরে মিলছে ৮ শতাংশ সুদের হার। বিগত তিন বছরে ফিক্সড ডিপোজিটের উপরে এটিই সর্বোচ্চ সুদের হার। প্রবীণ নাগরিক থেকে সাধারণ গ্রাহক, সকলেই ফিক্সড ডিপোজিটের উপরে পাবেন এই চড়া হারে সুদ।
করোনাকালে আর্থিক মন্দার প্রভাব বিনিয়োগে প্রকল্পগুলির উপরেও পড়েছিল। সুদের হার কমে দাঁড়িয়েছিল ৫.৫ শতাংশে। প্রবীণ নাগরিকদের বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার কমে দাঁড়িয়েছিল ৭.৪ শতাংশে। সম্প্রতি গত মাসেই সরকারের তরফে প্রবীণ নাগরিকদের জন্য সঞ্চয় প্রকল্পের রিটার্ন বাড়ানো হয়।
এবার সুদের হার ৮ শতাংশ করায়, ফিক্সড ডিপোজিট ও প্রবীণ নাগরিকদের মধ্যে সঞ্চয় প্রকল্পে সুদের হারের বিভেদ মিটে গেল।
যাদের ইতিমধ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে, তাদের যদি মেয়াদের আগে বিনিয়োগ তুলে নেওয়ার উপরে জরিমানা না থাকে, তবে আপনিও নিজের ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে, নতুন সুদের হারে বিনিয়োগ করতে পারেন।
শুধু ব্যাঙ্ক নয়, নন-ব্যাঙ্কিং কোম্পানিগুলিও বর্তমানে বিনিয়োগের উপরে ভাল রিটার্ন দিচ্ছে। যেমন এইচডিএফসি-র স্যাফায়ার প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হয়। তবে এক্ষেত্রে মাথায় রাখার বিষয়, যদি অনলাইনে এই ডিপোজিটগুলি করা হয়, তবেই বেশি রিটার্ন পাওয়া যায়।