Smartphones Under 15K: পারফরম্যান্সে অলরাউন্ডার, 15,000 টাকায় ঝটপট সব কাজ করবে এই 6 স্মার্টফোন

Allrounder Smartphones: নতুন বছরে স্মার্টফোন কিনতে চান? আপনার বাজেট যদি হয় 15,000 হাজার টাকা হয়, তবে আপনি এই ফোনগুলি কিনতেই পারেন।

| Edited By: | Updated on: Jan 14, 2023 | 8:00 AM
Samsung Galaxy F04: ফোনে 6.4-ইঞ্চি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1080x2340 পিক্সেল দেওয়া। ফোনে অক্টা-কোর Exynos 9611 প্রসেসর, গ্রাফিক্সের জন্য Mali-G72 MP3 GPU, 6 জিবি LPDDR4x RAM এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। Galaxy M21 2021 Edition ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেল। দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং তৃতীয় লেন্সটি 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

Samsung Galaxy F04: ফোনে 6.4-ইঞ্চি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1080x2340 পিক্সেল দেওয়া। ফোনে অক্টা-কোর Exynos 9611 প্রসেসর, গ্রাফিক্সের জন্য Mali-G72 MP3 GPU, 6 জিবি LPDDR4x RAM এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। Galaxy M21 2021 Edition ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেল। দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং তৃতীয় লেন্সটি 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

1 / 6
Motorola Moto G52: 15,000 টাকার কম দামের সর্বশেষ ফোনগুলির মধ্যে একটি হল Motorola-এর Moto G52। আপনি যদি একজন অ্যান্ড্রয়েডপ্রেমী হন, তবে এই ফোনটি আপনার  অবশ্যই বিবেচনা করা উচিত। এটি খুব কম কাস্টমাইজেশন সহ Android 12 দিয়ে চলে। এতে একটি 6.6-ইঞ্চি AMOLED 90Hz ডিসপ্লে রয়েছে। যা এর ক্লাসের সেরাগুলির মধ্যে একটি।

Motorola Moto G52: 15,000 টাকার কম দামের সর্বশেষ ফোনগুলির মধ্যে একটি হল Motorola-এর Moto G52। আপনি যদি একজন অ্যান্ড্রয়েডপ্রেমী হন, তবে এই ফোনটি আপনার অবশ্যই বিবেচনা করা উচিত। এটি খুব কম কাস্টমাইজেশন সহ Android 12 দিয়ে চলে। এতে একটি 6.6-ইঞ্চি AMOLED 90Hz ডিসপ্লে রয়েছে। যা এর ক্লাসের সেরাগুলির মধ্যে একটি।

2 / 6
Vivo T1: এই ফোনের দাম শুরু হচ্ছে 14,499 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 4GB RAM + 128GB স্টোরেজ। এছাড়াও 6GB RAM সহ এই ফোন কিনতে 15,999 টাকা ও 8GB RAM সহ এই ফোন কিনতে 17,999 টাকা খরচ হবে। এও ফোনে রয়েছে 44W ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 28 মিনিটে এই ফোনের ব্যাটারি 50 শতাংশ চার্জ হবে। রয়েছে 6.44 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে ওSnapdragon 680 চিপসেট। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 50 MP প্রাইমারি সেন্সর।

Vivo T1: এই ফোনের দাম শুরু হচ্ছে 14,499 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 4GB RAM + 128GB স্টোরেজ। এছাড়াও 6GB RAM সহ এই ফোন কিনতে 15,999 টাকা ও 8GB RAM সহ এই ফোন কিনতে 17,999 টাকা খরচ হবে। এও ফোনে রয়েছে 44W ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 28 মিনিটে এই ফোনের ব্যাটারি 50 শতাংশ চার্জ হবে। রয়েছে 6.44 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে ওSnapdragon 680 চিপসেট। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 50 MP প্রাইমারি সেন্সর।

3 / 6
Oppo K10: 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 14,990 টাকা। এই ফোনে রয়েছে 6.59 ইঞ্চি ডিসপ্লে ও Snapdragon 680 চিপসেট। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে 50MP সেন্সর। Oppo K10 -এ রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

Oppo K10: 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 14,990 টাকা। এই ফোনে রয়েছে 6.59 ইঞ্চি ডিসপ্লে ও Snapdragon 680 চিপসেট। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে 50MP সেন্সর। Oppo K10 -এ রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

4 / 6
Poco M4 Pro 5G: 4GB RAM + 64GB স্টোরেজে Poco M4 Pro 5G কিনতে 14,999 টাকা খরচ হবে। এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে MediaTek Dimensity 810 চিপসেট দিয়েছে Poco। ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 50MP প্রাইমারি সেন্সর। এছাড়াও থাকছে 8MP সেকেন্ডারি ক্যামেরা। এই ফোনে 5,000 mAh ব্যাটারির সঙ্গেই রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

Poco M4 Pro 5G: 4GB RAM + 64GB স্টোরেজে Poco M4 Pro 5G কিনতে 14,999 টাকা খরচ হবে। এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে MediaTek Dimensity 810 চিপসেট দিয়েছে Poco। ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 50MP প্রাইমারি সেন্সর। এছাড়াও থাকছে 8MP সেকেন্ডারি ক্যামেরা। এই ফোনে 5,000 mAh ব্যাটারির সঙ্গেই রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

5 / 6
Realme 9i: 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম শুরু হচ্ছে 13,499 টাকা থেকে। এই ফোনেও রয়েছে Snapdragon 680 চিপসেট। ফোনের পিছনে প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50MP সেন্সর। এছাড়াও থাকছে 2MP ম্যাক্রো ক্যামেরা ও 2MP BW সেন্সর। Realme 9i-তে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

Realme 9i: 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম শুরু হচ্ছে 13,499 টাকা থেকে। এই ফোনেও রয়েছে Snapdragon 680 চিপসেট। ফোনের পিছনে প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50MP সেন্সর। এছাড়াও থাকছে 2MP ম্যাক্রো ক্যামেরা ও 2MP BW সেন্সর। Realme 9i-তে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

6 / 6
Follow Us: