ভারতে শুরু হয়ে গিয়েছে অ্যামাজন প্রাইম ডে সেল। ২৬ এবং ২৭ জুলাই, দু'দিন ধরে চলবে এই সেল। অসংখ্য সংস্থার স্মার্টফোনে রয়েছে আকর্ষণীয় ছাড়। একনজরে দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন ফোন রয়েছে।
এই ফোনের আসল দাম ৫৪,৯০০ টাকা। অ্যামাজনের সেলে পাওয়া যাবে ৪৭,৯৯৯ টাকায়। থাকছে এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআইতে ফোন কেনার সুযোগ।
এই ফোনের আসল দাম ৭৯,৯০০ টাকা। তবে অ্যামাজন প্রাইম ডে সেলে পাওয়া যাচ্ছে ৬৭,৯৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফারে ফোন কিনলে ১৩,৪০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ফোন অ্যামাজনের প্রাইম ডে সেল থেকে কেনা যাবে ৪৫,৯৯৯ টাকায়। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডহোল্ডাররা অতিরিক্ত ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এছাড়াও থাকবে এক্সচেঞ্জ অফারে ফোন কেনার সুযোগ।
৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের এই ফোনের আসল দাম ৮৬,০০০ টাকা। তবে অ্যামাজনের প্রাইম ডে সেলে পাওয়া যাবে ৫৪,৯৯৯ টাকায়।
নোকিয়ার এই ফোন কেনা যাবে ১১,৯৯০ টাকায়। ৬.৫ ইঞ্চির ডিসপ্লে এবং ৪৮ মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা রয়েছে নোজিয়া জি২০ ফোনে।
স্মার্টফোন ছাড়াও স্মার্ট টিভি, হোম অ্যাপ্লায়েন্স, অ্যামাজন ডিভাইস এবং অন্যান্য অনেক ইলেকট্রনিক গ্যাজেট যেমন- ল্যাপটপ, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, ইয়ারফোন- এইসবেও থাকছে আকর্ষণীয় ছাড়।