আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রিনার কন্যা ইরা খান এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। সম্প্রতি হয়ে গেল তাঁর জন্মদিন। মেয়ের জন্মদিনে পুল পার্টি রেখেছিলেন আমির। সকলেই এসেছিলেন সুইমিং কস্টিউম পরে।
আমির ও তাঁর প্রথম স্ত্রীর সন্তানের জন্মদিন। উপস্থিত ছিলেন আমিরের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী পরিচালক কিরণ রাও। সৎ মেয়ে ইরাকে পুলের মধ্যে আলিঙ্গন করে ছবি তুলেছেন তিনি। সঙ্গে এসেছিল আমির ও কিরণের পুত্র আজ়াদও।
এই ছবিকে ঘিরে তীব্র ট্রোলিং হচ্ছে এই মুহূর্তে। বাবার সামনে বক্ষ বিভাজিকা বের করে ছবি তুলেছে ইরা। সঙ্গে ছিল সৎ ভাই আজ়াদও। বিষয়টিকে সহজভাবে মোটেও মেনে নিচ্ছেন না নিন্দুকেরা। নির্লজ্জ, অসভ্য বলা হচ্ছে ইরাকে। আমিরের অভিভাবকত্ব নিয়েও উঠেছে প্রশ্ন।
পুল পার্টিতে এসেছিলেন ইরার দীর্ঘদিনের প্রেমিক।
প্রেমিককে আলিঙ্গনে ভরিয়ে দিয়েছেন ইরা। তবে এটা প্রথমবার নয়। বহু ছবিতেই প্রমাণ মিলেছে প্রেমিক তাঁকে প্রায়সই আলিঙ্গন করে ছবি তোলেন।
যতই ট্রোলিং হোক আর যাই হোক। আমির খানের পরিবারের তাতে বয়েই গেছে। তাঁরা আছেন তাঁদের মুডেই।