Anant-Radhika Engagement: অম্বানীর বাগদানে তারকার মেলা, বলিউড থেকে এলেন কে কে? রইল ছবি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 30, 2022 | 11:26 AM

Ambani Party: অম্বানী পরিবারে এখন উৎসবের মরসুম। নীতা অম্বানী ও মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত বাগদান সেরেছেন বৃহস্পতিবার। রাজস্থানের মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠান। হবু বউ রাধিকা মার্চেন্ট।

1 / 6
অম্বানী পরিবারে এখন উৎসবের মরসুম। নীতা অম্বানী ও মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত বাগদান সেরেছেন বৃহস্পতিবার। রাজস্থানের মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠান। হবু বউ রাধিকা মার্চেন্ট।

অম্বানী পরিবারে এখন উৎসবের মরসুম। নীতা অম্বানী ও মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত বাগদান সেরেছেন বৃহস্পতিবার। রাজস্থানের মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠান। হবু বউ রাধিকা মার্চেন্ট।

2 / 6
হাই প্রোফাইল বাগদান। বলিউডে আসর জমাবে না তা কী করে হয়। বাগদানের পার্টিতে হাজির হয়ে গেলেন বলিউডে তাবড় তারকারা। কে কে এলেন? হাজির ছিলেন খোদ শাহরুখ খান। সঙ্গে তাঁর ম্যানেজার পূজা দাদলানি। ছিলেন সলমন খানও।

হাই প্রোফাইল বাগদান। বলিউডে আসর জমাবে না তা কী করে হয়। বাগদানের পার্টিতে হাজির হয়ে গেলেন বলিউডে তাবড় তারকারা। কে কে এলেন? হাজির ছিলেন খোদ শাহরুখ খান। সঙ্গে তাঁর ম্যানেজার পূজা দাদলানি। ছিলেন সলমন খানও।

3 / 6
স্বামী রণবীর কাপুরকে সঙ্গে করেই হাজির হয়েছিলেন আলিয়া ভাট। পরেছিলেন জাঁকজমকহীন পোশাক। সঙ্গে যদিও দেখা যায়নি একরত্তি মেয়েকে।

স্বামী রণবীর কাপুরকে সঙ্গে করেই হাজির হয়েছিলেন আলিয়া ভাট। পরেছিলেন জাঁকজমকহীন পোশাক। সঙ্গে যদিও দেখা যায়নি একরত্তি মেয়েকে।

4 / 6
দেখা গিয়েছিল রণবীর সিংকেও। যদিও দীপিকা পাড়ুকোনকে দেখা যায়নি সেখানে। নিজস্ব মেজাজেই, মুখে হাসি, মনে স্ফূর্তি নিয়ে রণবীর গিয়েছিলেন পৌঁছে।

দেখা গিয়েছিল রণবীর সিংকেও। যদিও দীপিকা পাড়ুকোনকে দেখা যায়নি সেখানে। নিজস্ব মেজাজেই, মুখে হাসি, মনে স্ফূর্তি নিয়ে রণবীর গিয়েছিলেন পৌঁছে।

5 / 6
দেখা গিয়েছিল জাহ্নবী কাপুরকেও। তাঁর গোলাপি শাড়ি যেন তাক লাগিয়ে দেয়। শুধু জাহ্নবী নয়, হাজির ছিলেন তাঁর রিউমারড প্রেমিক ওরহানও।

দেখা গিয়েছিল জাহ্নবী কাপুরকেও। তাঁর গোলাপি শাড়ি যেন তাক লাগিয়ে দেয়। শুধু জাহ্নবী নয়, হাজির ছিলেন তাঁর রিউমারড প্রেমিক ওরহানও।

6 / 6
স্ত্রী সাগরিকাকে নিয়ে এসেছিলেন প্রাক্তন বোলার জাহির খানও। পরেছিলেন নীল রঙের কুর্তা। সাগরিকার পরনে ছিল সাদা রঙের সালোয়ার স্যুট।

স্ত্রী সাগরিকাকে নিয়ে এসেছিলেন প্রাক্তন বোলার জাহির খানও। পরেছিলেন নীল রঙের কুর্তা। সাগরিকার পরনে ছিল সাদা রঙের সালোয়ার স্যুট।

Next Photo Gallery