AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Angel Di Maria: মেসি-দিবালার পর চোটের কবলে ডি মারিয়া, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

চারবছর পর ফের ফুটবল উৎসবের মাতবে সারা বিশ্ব। প্রিয় দল আর্জেন্টিনার হাতে থুড়ি মেসির হাতে বিশ্বকাপের সোনালি ট্রফি দেখার আশায় সমর্থকরা। তবে বিশ্বকাপ শুরুর মাস দেড়েক আগে স্বস্তিতে নেই আর্জেন্টিনা টিম। চোট পেয়েছেন মেসি ও দিবালা। এবার চোটের গ্রহে দলের আরও এক সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া।

| Edited By: | Updated on: Oct 12, 2022 | 4:07 PM
Share
চারবছর পর ফের ফুটবল উৎসবের মাতবে সারা বিশ্ব। প্রিয় দল আর্জেন্টিনার হাতে থুড়ি মেসির হাতে বিশ্বকাপের সোনালি ট্রফি দেখার আশায় সমর্থকরা। তবে বিশ্বকাপ শুরুর মাস দেড়েক আগে স্বস্তিতে নেই আর্জেন্টিনা টিম। চোট পেয়েছেন মেসি ও দিবালা। এবার চোটের গ্রহে দলের আরও এক সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া। (ছবি:টুইটার)

চারবছর পর ফের ফুটবল উৎসবের মাতবে সারা বিশ্ব। প্রিয় দল আর্জেন্টিনার হাতে থুড়ি মেসির হাতে বিশ্বকাপের সোনালি ট্রফি দেখার আশায় সমর্থকরা। তবে বিশ্বকাপ শুরুর মাস দেড়েক আগে স্বস্তিতে নেই আর্জেন্টিনা টিম। চোট পেয়েছেন মেসি ও দিবালা। এবার চোটের গ্রহে দলের আরও এক সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া। (ছবি:টুইটার)

1 / 5
ইজরায়েলের ক্লাব ম্যাকাবি হাইফার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ০-২ গোলে হেরেছে জুভেন্তাস। ম্যাচের ২৪ মিনিটে চোট পান ডি মারিয়া। দৌড়তে গিয়ে হঠাৎই ডান উরু চেপে ধরেন তিনি। শেষ পর্যন্ত চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।(ছবি:টুইটার)

ইজরায়েলের ক্লাব ম্যাকাবি হাইফার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ০-২ গোলে হেরেছে জুভেন্তাস। ম্যাচের ২৪ মিনিটে চোট পান ডি মারিয়া। দৌড়তে গিয়ে হঠাৎই ডান উরু চেপে ধরেন তিনি। শেষ পর্যন্ত চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।(ছবি:টুইটার)

2 / 5
চোট পেয়ে মাঠ ছাড়ার সময় জার্সি দিয়ে মুখ ঢেকে ফেলেন ডি মারিয়া। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ঠিক এমন সময় উরুর পেশীতে চোট মোটেও ভালো লক্ষণ নয়। ডি মারিয়ার মুখ চোখের ভাষাই এই দুশ্চিন্তার জানান দিচ্ছিল।(ছবি:টুইটার)

চোট পেয়ে মাঠ ছাড়ার সময় জার্সি দিয়ে মুখ ঢেকে ফেলেন ডি মারিয়া। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ঠিক এমন সময় উরুর পেশীতে চোট মোটেও ভালো লক্ষণ নয়। ডি মারিয়ার মুখ চোখের ভাষাই এই দুশ্চিন্তার জানান দিচ্ছিল।(ছবি:টুইটার)

3 / 5
জানা গিয়েছে, ডি মারিয়াকে ২০ দিনের মতো বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। (ছবি:টুইটার)

জানা গিয়েছে, ডি মারিয়াকে ২০ দিনের মতো বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। (ছবি:টুইটার)

4 / 5
কয়েকদিন আগে পিএসজির হয়ে ম্যাচ খেলতে গিয়ে চোট পান লিওনেল মেসি। পেনাল্টি শট নিয়ে গিয়ে বাঁ পায়ের উরুর পেশিতে টান লাগে দিবালারও। (ছবি:টুইটার)

কয়েকদিন আগে পিএসজির হয়ে ম্যাচ খেলতে গিয়ে চোট পান লিওনেল মেসি। পেনাল্টি শট নিয়ে গিয়ে বাঁ পায়ের উরুর পেশিতে টান লাগে দিবালারও। (ছবি:টুইটার)

5 / 5