World Championships: সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুর্ঘটনা, পুলেই হঠাৎ অজ্ঞান অনিতা, প্রাণ বাঁচালেন কোচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 23, 2022 | 5:10 PM

সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুর্ঘটনার কবলে পড়লেন মার্কিন সাঁতারু অনিতা আলভারেজ (Anita Alvarez)। বুদাপেস্টে চলতি সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের একক ফ্রি ইভেন্টের ফাইনালে নেমেছিলেন অনিতা। আর সেখান থেকেই তাঁকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে আনেন তাঁর কোচ আন্দ্রেয়া ফুয়েন্তেস।

1 / 5
বুদাপেস্টে চলতি সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Championships) দুর্ঘটনার কবলে পড়লেন মার্কিন সাঁতারু অনিতা আলভারেজ (Anita Alvarez)। পুলেই হঠাৎ অজ্ঞান হয়ে যান অনিতা।

বুদাপেস্টে চলতি সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Championships) দুর্ঘটনার কবলে পড়লেন মার্কিন সাঁতারু অনিতা আলভারেজ (Anita Alvarez)। পুলেই হঠাৎ অজ্ঞান হয়ে যান অনিতা।

2 / 5
অনিতার কোচ চার বারের অলিম্পিক জয়ী আন্দ্রেয়া ফুয়েন্তেস (Andrea Fuentes) বিপদের আঁচ আন্দাজ করে পুলে ঝাঁপ দেন। এবং মৃত্যুর মুখ থেকে তাঁকে উদ্ধার করে আনেন।

অনিতার কোচ চার বারের অলিম্পিক জয়ী আন্দ্রেয়া ফুয়েন্তেস (Andrea Fuentes) বিপদের আঁচ আন্দাজ করে পুলে ঝাঁপ দেন। এবং মৃত্যুর মুখ থেকে তাঁকে উদ্ধার করে আনেন।

3 / 5
অনিতার কোচ তাঁকে পুল থেকে তুলে আনার পর সঙ্গে সঙ্গে মেডিকেল টিম তাঁর পরীক্ষা করে। স্প্যানিশ সংবাদপত্র মার্কাকে আন্দ্রেয়া ফুয়েন্তেস বলেন, 'অনিতা এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে। আমি জলে ঝাঁপ দিয়েছিলাম কারণ, আমি দেখলাম যে কেউ, কোনও লাইফগার্ড, জলে ঝাঁপ দিচ্ছে না। আমি একটু ভয় পেয়েছিলাম কারণ ও শ্বাস নিচ্ছিল না। কিন্তু এখন ও ভালো আছে। ওকে বিশ্রাম নিতে হবে।'

অনিতার কোচ তাঁকে পুল থেকে তুলে আনার পর সঙ্গে সঙ্গে মেডিকেল টিম তাঁর পরীক্ষা করে। স্প্যানিশ সংবাদপত্র মার্কাকে আন্দ্রেয়া ফুয়েন্তেস বলেন, 'অনিতা এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে। আমি জলে ঝাঁপ দিয়েছিলাম কারণ, আমি দেখলাম যে কেউ, কোনও লাইফগার্ড, জলে ঝাঁপ দিচ্ছে না। আমি একটু ভয় পেয়েছিলাম কারণ ও শ্বাস নিচ্ছিল না। কিন্তু এখন ও ভালো আছে। ওকে বিশ্রাম নিতে হবে।'

4 / 5
পুল থেকে অনিতাকে তুলে আনার পর মেডিকেল টিমের পক্ষ থেকে তাঁর হৃদস্পন্দন, অক্সিজেনের মাত্রা, সুগারের মাত্রা, ব্লাড প্রেসার সব কিছু পরীক্ষা করা হয়েছে। এবং তাঁর কোচ জানান, সব কিছু স্বাভাবিক রয়েছে।

পুল থেকে অনিতাকে তুলে আনার পর মেডিকেল টিমের পক্ষ থেকে তাঁর হৃদস্পন্দন, অক্সিজেনের মাত্রা, সুগারের মাত্রা, ব্লাড প্রেসার সব কিছু পরীক্ষা করা হয়েছে। এবং তাঁর কোচ জানান, সব কিছু স্বাভাবিক রয়েছে।

5 / 5
তবে এই প্রথম বার পুলের মধ্যে অজ্ঞান হলেন না অনিতা। এর আগে গত বছর অলিম্পিকের যোগ্যতা অর্জন করার ইভেন্টে বার্সেলোনায় তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সে বারও তাঁর প্রাণ বাঁচিয়েছিলেন তাঁর কোচ আন্দ্রেয়া ফুয়েন্তেস।

তবে এই প্রথম বার পুলের মধ্যে অজ্ঞান হলেন না অনিতা। এর আগে গত বছর অলিম্পিকের যোগ্যতা অর্জন করার ইভেন্টে বার্সেলোনায় তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সে বারও তাঁর প্রাণ বাঁচিয়েছিলেন তাঁর কোচ আন্দ্রেয়া ফুয়েন্তেস।

Next Photo Gallery