AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viruska’s Love story: মাঝে হল ছাড়াছাড়ি…তারপর? বিরাট-অনুষ্কার রূপকথার প্রেম

ফের ক্রিকেট ও বলিউডের মেলবন্ধন ঘটিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কার শর্মা। এই জুটির প্রেম কাহিনী রূপকথার মতো মনে হলেও সম্পর্কে অনেক চড়াই উতরাই দেখেছেন দু'জনে। গোপনে প্রেম থেকে ব্রেক আপ, ট্রোলদের সামলানো- বিরাটের ৩৪তম জন্মদিনে আরও একবার ঝালিয়ে নেওয়া যাক বিরুষ্কার প্রেম।

| Edited By: | Updated on: Nov 05, 2022 | 10:00 AM
Share
ফের ক্রিকেট ও বলিউডের মেলবন্ধন ঘটিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কার শর্মা। এই জুটির প্রেম কাহিনী রূপকথার মতো মনে হলেও সম্পর্কে অনেক চড়াই উতরাই দেখেছেন দু'জনে। গোপনে প্রেম থেকে ব্রেক আপ, ট্রোলদের সামলানো- বিরাটের ৩৪তম জন্মদিনে আরও একবার ঝালিয়ে নেওয়া যাক বিরুষ্কার প্রেম।(ছবি:ইনস্টাগ্রাম)

ফের ক্রিকেট ও বলিউডের মেলবন্ধন ঘটিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কার শর্মা। এই জুটির প্রেম কাহিনী রূপকথার মতো মনে হলেও সম্পর্কে অনেক চড়াই উতরাই দেখেছেন দু'জনে। গোপনে প্রেম থেকে ব্রেক আপ, ট্রোলদের সামলানো- বিরাটের ৩৪তম জন্মদিনে আরও একবার ঝালিয়ে নেওয়া যাক বিরুষ্কার প্রেম।(ছবি:ইনস্টাগ্রাম)

1 / 7
প্রথম দেখা: নিজ নিজ জগতে ব্যস্ত বিরাট ও অনুষ্কা একছাদের তলায় প্রথম এসেছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য। সামনাসামনি তখনই প্রথম দেখা। অনুষ্কার মতো স্মার্ট অভিনেত্রী বলিউডে খুব কম আছে। দিল্লি কা মুণ্ডা বিরাট তো অভিনেত্রীর স্মার্টনেস দেখেই মুগ্ধ হয়ে যান। তবে অনুষ্কার তরফে ভালোলাগা ধীরে ধীরে এসেছে।(ছবি:ইনস্টাগ্রাম)

প্রথম দেখা: নিজ নিজ জগতে ব্যস্ত বিরাট ও অনুষ্কা একছাদের তলায় প্রথম এসেছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য। সামনাসামনি তখনই প্রথম দেখা। অনুষ্কার মতো স্মার্ট অভিনেত্রী বলিউডে খুব কম আছে। দিল্লি কা মুণ্ডা বিরাট তো অভিনেত্রীর স্মার্টনেস দেখেই মুগ্ধ হয়ে যান। তবে অনুষ্কার তরফে ভালোলাগা ধীরে ধীরে এসেছে।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 7
দু'জনের প্রেম নিয়ে গুঞ্জন যখন তুঙ্গে, ২০১৪ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট-অনুষ্কাকে একসঙ্গে দেখা যায়। মুম্বইয়ে একাধিকবার দু'জন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েন। সেবছরই অনুষ্কা জানান, আর পাঁচটা মানুষের মতো তাঁরাও প্রেম করছেন এবং এতে লুকোছাপার কোনও জায়গা নেই। আইএসএলের একটি ম্যাচে দু'জনে প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে আসেন। অনুরাগীরা নাম দেয় বিরুষ্কা জুটি।(ছবি:ইনস্টাগ্রাম)

দু'জনের প্রেম নিয়ে গুঞ্জন যখন তুঙ্গে, ২০১৪ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট-অনুষ্কাকে একসঙ্গে দেখা যায়। মুম্বইয়ে একাধিকবার দু'জন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েন। সেবছরই অনুষ্কা জানান, আর পাঁচটা মানুষের মতো তাঁরাও প্রেম করছেন এবং এতে লুকোছাপার কোনও জায়গা নেই। আইএসএলের একটি ম্যাচে দু'জনে প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে আসেন। অনুরাগীরা নাম দেয় বিরুষ্কা জুটি।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 7
বেশ চলছিল প্রেম। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে খোলাখুলিভাবে সমর্থন জানাতেন। অনুষ্কার ছবি দেখে মুগ্ধ বিরাট টুইটারে প্রশংসার বন্যা ভাসিয়ে দিতেন। অনুষ্কাকেও মাঠে পৌঁছে যেতেন বিরাটকে চিয়ার করার জন্য। এরই মধ্যে বিরাট অনুরাগীদের রোষের মুখে পড়েন অনুষ্কা। বিরাটের ব্যাটে রানের খরা এলেই ক্রিকেট ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে আক্রমণ করে বসতেন। এসবের প্রভাব সম্পর্কে পড়ছিল বইকি। তারপর দু'জনেই এত ব্যস্ত যে একে অপরকে সময় দেওয়ার মতো সময় খুঁজে পাচ্ছিলেন না।(ছবি:ইনস্টাগ্রাম)

বেশ চলছিল প্রেম। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে খোলাখুলিভাবে সমর্থন জানাতেন। অনুষ্কার ছবি দেখে মুগ্ধ বিরাট টুইটারে প্রশংসার বন্যা ভাসিয়ে দিতেন। অনুষ্কাকেও মাঠে পৌঁছে যেতেন বিরাটকে চিয়ার করার জন্য। এরই মধ্যে বিরাট অনুরাগীদের রোষের মুখে পড়েন অনুষ্কা। বিরাটের ব্যাটে রানের খরা এলেই ক্রিকেট ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে আক্রমণ করে বসতেন। এসবের প্রভাব সম্পর্কে পড়ছিল বইকি। তারপর দু'জনেই এত ব্যস্ত যে একে অপরকে সময় দেওয়ার মতো সময় খুঁজে পাচ্ছিলেন না।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 7
২০১৬ সালে স্বপ্নের প্রেমকাহিনীর 'দ্য এন্ড' করতে চেয়েছিলেন বিরুষ্কা জুটি। প্রকাশ্যে একসঙ্গে দেখা যেত না বিরাট-অনুষ্কাকে। ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করে দিয়েছিলেন। সেইসময় সুলতানের শুটিং করছিলেন অনুষ্কা। শোনা যায়, ব্রেক আপের খবর শুনে অনুষ্কাকে সরাসরি জিজ্ঞাসা করেন সলমন খান। অনুষ্কার ভাই ছাড়াও এই জুটিকে ফের একছাদের তলায় নিয়ে আসতে বড় ভূমিকা ছিল ভাইজানের। এই দূরত্বই একে অপরকে আরও কাছাকাছি নিয়ে আসে। (ছবি:ইনস্টাগ্রাম)

২০১৬ সালে স্বপ্নের প্রেমকাহিনীর 'দ্য এন্ড' করতে চেয়েছিলেন বিরুষ্কা জুটি। প্রকাশ্যে একসঙ্গে দেখা যেত না বিরাট-অনুষ্কাকে। ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করে দিয়েছিলেন। সেইসময় সুলতানের শুটিং করছিলেন অনুষ্কা। শোনা যায়, ব্রেক আপের খবর শুনে অনুষ্কাকে সরাসরি জিজ্ঞাসা করেন সলমন খান। অনুষ্কার ভাই ছাড়াও এই জুটিকে ফের একছাদের তলায় নিয়ে আসতে বড় ভূমিকা ছিল ভাইজানের। এই দূরত্বই একে অপরকে আরও কাছাকাছি নিয়ে আসে। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 7
বিরাট-অনুষ্কার পিডিএ বিনোদনের পাতায় নিত্য জায়গা করে নিত। গ্যালারিতে অনুষ্কার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দেওয়া থেকে ট্রোলদের সপাটে জবাব, নিজের লেডি লাভকে সবরকমভাবে আগলে রাখেন তৎকালীন ভারতীয় দলের অধিনায়ক।(ছবি:ইনস্টাগ্রাম)

বিরাট-অনুষ্কার পিডিএ বিনোদনের পাতায় নিত্য জায়গা করে নিত। গ্যালারিতে অনুষ্কার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দেওয়া থেকে ট্রোলদের সপাটে জবাব, নিজের লেডি লাভকে সবরকমভাবে আগলে রাখেন তৎকালীন ভারতীয় দলের অধিনায়ক।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 7
২০১৭ সালে এল সেই মাহেন্দ্রক্ষণ। ইতালির তাসকানি প্রদেশের এক আঙুরক্ষেতে, সংবাদমাধ্যমের নজর এড়িয়ে বসেছিল বিরুষ্কার স্বপ্নের বিয়ের আসর। সারাজীবন ধরে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করে নেন। প্রেম পূর্ণতা পায়। ২০২১ সালে এই সেলিব্রিটি দম্পতির কোল আলো করে এসেছে মেয়ে ভামিকা। (ছবি:ইনস্টাগ্রাম)

২০১৭ সালে এল সেই মাহেন্দ্রক্ষণ। ইতালির তাসকানি প্রদেশের এক আঙুরক্ষেতে, সংবাদমাধ্যমের নজর এড়িয়ে বসেছিল বিরুষ্কার স্বপ্নের বিয়ের আসর। সারাজীবন ধরে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করে নেন। প্রেম পূর্ণতা পায়। ২০২১ সালে এই সেলিব্রিটি দম্পতির কোল আলো করে এসেছে মেয়ে ভামিকা। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 7