Bangla NewsPhoto gallery Ardent Afghan fan Wazhma Ayoubi steals show during Afghanistan vs Bangladesh match of Asia Cup 2022
Asia Cup 2022: আফগান মহিলা সমর্থককে ঘিরে তুমুল হইচই নেটদুনিয়ায়
ক্রিকেট ম্যাচ চলাকালীন গ্যালারিতে গলা ফাটান একাধিক দলের সমর্থকরা। তাদেরই মধ্যে আবার কেউ কেউ ভাইরাল হয়ে যান। চলতি এশিয়া কাপেও তার অন্যথা হচ্ছে না। উপমহাদেশীয় লড়াইয়ের গ্রুপ-এ-তে রয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মহম্মদ নবির দল ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। শারজায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে। আর সেই ম্যাচ চলাকালীন গ্যালারিতে নজর কেড়েছেন এক সুন্দরী আফগান রমণী। বলা ভালো সেই আফগান সুন্দরী ভাইরাল হয়ে গিয়েছেন।