জানা গেল, কে হলেন 'খাতরো কে খিলাড়ি সিজন ১১'-র বিজেতা।
তিনি অর্জুন বিজলানি।
রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন শ্বেতা তিওয়ারি, রাহুল বৈদ্য, বিশাল আদিত্য সিং, দিব্যাঙ্গা ত্রিপাঠী। প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছিলেন চূড়ান্ত পর্বে।
চূড়ান্ত পর্বের শুটিং হয় মুম্বইয়ে। শোয়ের হোস্ট পরিচালক রোহিত শেট্টি।
অর্জুন তাঁর জয় শোয়ের অন্য প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শোয়ের শেষে পার্টি করেন তাঁদের সঙ্গে।
শোয়ের শুরুতে অর্জুন বলেছিলেন, "এবারের খাতরো কে খিলাড়ি অন্যবারের থেকে একেবারে আলাদা। এবার করোনার মধ্যে খেলা হয়েছে। তাই হারা-জেতা বড় কথা নয়। পুরো দমে অংশ নেওয়াই বড় ব্যাপার।"
করোনাকালে কোভিড রোগীদের পাশে এসে দাঁড়িয়েছেন অর্জুন। তাঁদের হাসপাতালে বেডের জোগাড় করে দিয়েছেন অভিনেতা।