Arjun Kapoor Controversy: বিতর্কে অর্জুন কাপুর, মদ্যপান করে কত টাকার বিল ধরিয়েছিলেন প্রযোজককে!

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 26, 2022 | 2:08 PM

Bollywood: সেই স্টারকিডের নামই জড়িয়েছিল একবার শুটিং সেটে বিল বিতর্কে। প্রযোজনা সংস্থার সঙ্গে থাকাকালিন একদিন চুটিয়ে মদ্যপান করেছিলেন অর্জুন কাপুর।

1 / 6
অর্জুন কাপুরের জীবনে বিতর্কের অভাব নেই। কেরিয়ারের শুরুতে যে মানুষটি শক্ত করে হাত ধরেছিলেন, সেই সলমন খানই একটা সময় মুখ ফিরিয়ে নিয়েছিলেন।

অর্জুন কাপুরের জীবনে বিতর্কের অভাব নেই। কেরিয়ারের শুরুতে যে মানুষটি শক্ত করে হাত ধরেছিলেন, সেই সলমন খানই একটা সময় মুখ ফিরিয়ে নিয়েছিলেন।

2 / 6
গ্যালাক্সির দরজা চির দিনের মত বন্ধ হয়ে গিয়েছিল অর্জুন কাপুর ও তাঁর বাবার জন্য। কারণ মালাইকার সঙ্গে তাঁর সম্পর্ক। যার ফলে বলিউডেও ভাল কাজ পেতে সমস্যা দেখা যায়।

গ্যালাক্সির দরজা চির দিনের মত বন্ধ হয়ে গিয়েছিল অর্জুন কাপুর ও তাঁর বাবার জন্য। কারণ মালাইকার সঙ্গে তাঁর সম্পর্ক। যার ফলে বলিউডেও ভাল কাজ পেতে সমস্যা দেখা যায়।

3 / 6
সেই স্টারকিডের নামই জড়িয়েছিল একবার শুটিং সেটে বিল বিতর্কে। প্রযোজনা সংস্থার সঙ্গে থাকাকালিন একদিন চুটিয়ে মদ্যপান করেছিলেন অর্জুন কাপুর।

সেই স্টারকিডের নামই জড়িয়েছিল একবার শুটিং সেটে বিল বিতর্কে। প্রযোজনা সংস্থার সঙ্গে থাকাকালিন একদিন চুটিয়ে মদ্যপান করেছিলেন অর্জুন কাপুর।

4 / 6
দিনের শেষে বিল হয়েছিল এক লাখ টাকা। সেই পরিমাণ অর্থ দিতে হয়েছিল ছবির পরিচালককে। কারণ বিলের একটি টাকাও না দিয়ে চলে গিয়েছিলেন অর্জুন কাপুর।

দিনের শেষে বিল হয়েছিল এক লাখ টাকা। সেই পরিমাণ অর্থ দিতে হয়েছিল ছবির পরিচালককে। কারণ বিলের একটি টাকাও না দিয়ে চলে গিয়েছিলেন অর্জুন কাপুর।

5 / 6
বলি ধরিয়ে দিয়েছিলেন প্রযোজকের হাতে। এরপর সেই সেট থেকে খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। অর্জুন কাপুরের সঙ্গে ছোট থেকেই বিতর্ক কোনও বা কোনওভাবে জড়িয়েছে।

বলি ধরিয়ে দিয়েছিলেন প্রযোজকের হাতে। এরপর সেই সেট থেকে খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। অর্জুন কাপুরের সঙ্গে ছোট থেকেই বিতর্ক কোনও বা কোনওভাবে জড়িয়েছে।

6 / 6
শ্রীদেবীর সঙ্গেও ছিল না ভাল সম্পর্ক। অর্জুন কাপুর মনে করতেন তাঁর মা, অর্থাৎ বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রী কষ্ট পাচ্ছে। যার ফলে পরিবারেও সেভাবে ভাল সময় কাটাননি তিনি।

শ্রীদেবীর সঙ্গেও ছিল না ভাল সম্পর্ক। অর্জুন কাপুর মনে করতেন তাঁর মা, অর্থাৎ বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রী কষ্ট পাচ্ছে। যার ফলে পরিবারেও সেভাবে ভাল সময় কাটাননি তিনি।

Next Photo Gallery