Durand Cup: আইএসএলের দলকে হারিয়ে চমকে দিল সেনা দল
মোহনবাগান মাঠে আইএসএলের (ISL) দল জামশেদপুর এফসিকে (Jamshedpur FC) ৩-১ গোলে হারিয়ে শেষ আটের আশা জিইয়ে রাখল আর্মি গ্রীন (Army Green)। ডুরান্ড কাপে (Durand Cup) চমক সেনা দলের। ডুরান্ডের প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল আর্মি গ্রীন। অন্যদিকে জয় দিয়ে যাত্রা শুরু করলেও ছন্দপতন জামশেদপুরের।