Arun Lal Marriage: ছবিতে দেখুন অরুণ লাল-বুলবুলের রেজিস্ট্রির কিছু মুহূর্ত
দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলার কোচ অরুণ লাল। ৩৮ বছরের শিক্ষিকা বুলবুল সাহার সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু অরুণের। রবিবারই আইনি বিবাহ সম্পন্ন হয়ে গিয়েছে অরুণ লাল ও বুলবুলের। আজ মধ্য কলকাতার এক বেসরকারি হোটেলে বিশাল পার্টির আয়োজন।