মুম্বই: মাদক মামলায় শর্তসাপেক্ষে আগেই মিলেছিল জামিন। এবার আদালতের রায়ে আরও স্বস্তি 'মন্নত'-এর অন্দরে। প্রমোদতরীতে মাদক কাণ্ডে অভিযুক্ত বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে প্রত্যেক শুক্রবার করে মুম্বইয়ের এনসিবি দফতরে আর হাজিরা দিতে যেতে হবে না। আজ, এমনই নির্দেশ দিয়ে বম্বে আদালত। আদালত জানিয়েছে, তদন্তের স্বার্থে এনসিবি আরিয়ান খানকে দিল্লিতে তলব করলে, সেখানে তাঁকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। ছবি: সোশ্যাল মিডিয়া