Bangla News Photo gallery As per Forbes PV Sindhu 12th highest paid female athlete in world, only Indian and badminton player in top 25
PV Sindhu: ফোর্বসের তালিকায় রোজগেরে সিন্ধু কত নম্বরে?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 04, 2023 | 7:00 AM
Forbes: ২০২২ সালে ফোর্বসের সর্বাধিক আয় করা প্রথম ২৫ জন মহিলা ক্রীড়াবিদের তালিকায় রয়েছেন ভারতের হয়ে অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু (PV Sindhu)। তালিকার দ্বাদ্বশ স্থানে রয়েছেন ২৭ বছরের ব্যাডমিন্টন তারকা।
1 / 7
জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের পক্ষ থেকে ২০২২ সালে সর্বাধিক আয় করা প্রথম ২৫ জন মহিলা ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ভারতের হয়ে একমাত্র জায়গা করে নিয়েছেন ব্যাডমিন্টন সুপারস্টার পিভি সিন্ধু। (ছবি-পিভি সিন্ধু ইন্সটাগ্রাম)
2 / 7
ভারতের হয়ে অলিম্পিকের মঞ্চে জোড়া পদকজয়ী তারকা শাটলার পিভি সিন্ধু ওই তালিকার দ্বাদ্বশ স্থানে রয়েছেন। (ছবি-পিভি সিন্ধু ইন্সটাগ্রাম)
3 / 7
২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জেতেন ২৭ বছর বয়সী হায়দরাবাদী শাটলার। এরপর কমনওয়েলথ গেমসে ডাবলসে রুপো অর্জন করেন সিন্ধু। বাইশে মোট ৭.১ মিলিয়ন ডলার আয় করেন সিন্ধু। (ছবি-পিভি সিন্ধু ইন্সটাগ্রাম)
4 / 7
উল্লেখ্য, ২০২২ সালে সিন্ধু ৭.১ মিলিয়ন ডলার যে আয় করেছেন, তার মধ্যে কোর্টের বাইরে বিজ্ঞাপন, স্পনসরশিপ, অ্যাম্বাসাডরশিপ মিলিয়ে আয় করেছেন ৭ মিলিয়ন ডলার। (ছবি-পিভি সিন্ধু ইন্সটাগ্রাম)
5 / 7
সিন্ধুর এই আয়ের পরিমাণ এবং আয় করার জায়গা দেখলেই পরিষ্কার, তিনি আয়ের অধিকাংশটাই করেছেন কোর্টের বাইরে। (ছবি-পিভি সিন্ধু ইন্সটাগ্রাম)
6 / 7
ফোর্বসের এই তালিকায় একমাত্র ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে জায়গা করে নিয়েছেন পিভি সিন্ধু। (ছবি-পিভি সিন্ধু ইন্সটাগ্রাম)
7 / 7
২০২২ সালে মহিলা ক্রীড়াবিদদের মধ্যে সর্বাধিক আয় করা প্রথম ২৫ জনের মধ্যে বেশি রয়েছেন টেনিস তারকারা। তার মাঝেও উজ্জ্বল ভারতীয় শাটলার সিন্ধু। (ছবি-পিভি সিন্ধু ইন্সটাগ্রাম)