AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Incredible India: প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে বিদেশে নয়, ভারতের এই ৫ জায়গায় চলে যান অনায়াসে

প্রকৃতির বিস্ময়কর সাক্ষী হতে বিদেশে যেতে হবে না। ভারতেই রয়েছে সেই প্রাকৃতিক আশ্চর্যের সম্ভার। দেশের সেরা ৭ বিস্ময়কর প্রাকৃতিক বিস্ময় যদি দেখতে চান, তার একটি ভ্রমণ লিস্ট দেখে নিন।

| Edited By: | Updated on: Nov 19, 2021 | 6:40 AM
Share
ম্যাগনেটিক হিলস, লাদাখ- ম্যাগনেটিক হিল বা গ্র্যাভিটি হিল লেহ-কারগিল হাইওয়ের একটি জায়গা। পাহাড়ের শক্তিশালী চৌম্বক শক্তির কারণে এটি ভারী যানবাহনকে নিজের দিকে টেনে নেয়। এমনকি এই এলাকার উপর দিয়ে কোনও বিমানও উড়ে না।

ম্যাগনেটিক হিলস, লাদাখ- ম্যাগনেটিক হিল বা গ্র্যাভিটি হিল লেহ-কারগিল হাইওয়ের একটি জায়গা। পাহাড়ের শক্তিশালী চৌম্বক শক্তির কারণে এটি ভারী যানবাহনকে নিজের দিকে টেনে নেয়। এমনকি এই এলাকার উপর দিয়ে কোনও বিমানও উড়ে না।

1 / 5
লোনার ক্রেটার লেক,মহারাষ্ট্র- এই হ্রদটি আনুমানিক ৫০ হাজার বছর পুরনো এবং এটি একটি উল্কা দ্বারা তৈরি বলে মনে করা হয়! এই হ্রদকে ঘিরে একটি কাল্পনিক কাহিনিও রয়েছে।

লোনার ক্রেটার লেক,মহারাষ্ট্র- এই হ্রদটি আনুমানিক ৫০ হাজার বছর পুরনো এবং এটি একটি উল্কা দ্বারা তৈরি বলে মনে করা হয়! এই হ্রদকে ঘিরে একটি কাল্পনিক কাহিনিও রয়েছে।

2 / 5
দুধসাগর জলপ্রপাত, গোয়া- ৩২০ মিটার উচ্চতা থেকে নেমে দুধসাগর জলপ্রপাতের জল দেখতে অনেকটা দুধের মতো দেখতে লাগে!

দুধসাগর জলপ্রপাত, গোয়া- ৩২০ মিটার উচ্চতা থেকে নেমে দুধসাগর জলপ্রপাতের জল দেখতে অনেকটা দুধের মতো দেখতে লাগে!

3 / 5
ভ্যালি অফ ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ড- হিমালয়ের বিরল এবং সুন্দর প্রজাতির উদ্ভিদ দ্বারা সজ্জিত, ফুলের উপত্যকা দেখলে আপনার মন, চোখ ও আত্মার তৃপ্তি হবে। উপত্যকাটি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি ১৯৮২ সাল থেকে ভারতের জাতীয় উদ্যানের মর্যাদা উপভোগ করছে।

ভ্যালি অফ ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ড- হিমালয়ের বিরল এবং সুন্দর প্রজাতির উদ্ভিদ দ্বারা সজ্জিত, ফুলের উপত্যকা দেখলে আপনার মন, চোখ ও আত্মার তৃপ্তি হবে। উপত্যকাটি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি ১৯৮২ সাল থেকে ভারতের জাতীয় উদ্যানের মর্যাদা উপভোগ করছে।

4 / 5
অমরনাথ গুহা, উত্তরাখণ্ড- এই রহস্যময় গুহাটি প্রাকৃতিকভাবে তৈরি বরফ শিব লিঙ্গের অবস্থান। বলা হয় যে একবার দেবী পার্বতী ভগবান শিবকে তাঁর অমরত্বের রহস্য জিজ্ঞাসা করেলে  তিনি  সেই গোপন কথা জানাতে দেবীকে অমরনাথ গুহায় নিয়ে গিয়েছিলেন।

অমরনাথ গুহা, উত্তরাখণ্ড- এই রহস্যময় গুহাটি প্রাকৃতিকভাবে তৈরি বরফ শিব লিঙ্গের অবস্থান। বলা হয় যে একবার দেবী পার্বতী ভগবান শিবকে তাঁর অমরত্বের রহস্য জিজ্ঞাসা করেলে তিনি সেই গোপন কথা জানাতে দেবীকে অমরনাথ গুহায় নিয়ে গিয়েছিলেন।

5 / 5