
ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ইতির পথে। বাংলার তারকা পেসারের প্রথম ভালোবাসা ছিল ফুটবল। ১৯৯২ সালের বিশ্বকাপ ঝুলকে ক্রিকেটের দিকে বেশি করে টেনে নিয়ে গিয়েছিল। এরপর ২০০২ সালে ভারতের জার্সি গায়ে তোলার সুযোগ পেয়েছিলেন ঝুলন। এরপর বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশি সময় লাগেনি বাংলার মেয়ের। (ছবি-টুইটার)

১৯৯৭ সালে মহিলাদের বিশ্বকাপে বল গার্ল হিসেবে ছিলেন ঝুলন গোস্বামী। সে বার আরও সামনে থেকে বিশ্বকাপ জিততে দেখেছিলেন অজিদের। সেই তখন থেকেই দেশের হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা শুরু করেন ঝুলন। (ছবি-টুইটার)

২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে অভিষেক হয়েছিল ঝুলন গোস্বামীর। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই ২৪ সেপ্টেম্বর শেষ ম্যাচ খেলার কথা ঝুলনের। (ছবি-টুইটার)

২০০৫ সাল থেকে মোট পাঁচ বার ওয়ান ডে বিশ্বকাপে নেমেছেন ঝুলন। এবং ২০২২ সালের বিশ্বকাপ চলাকালীন মেয়েদের একদিনের ক্রিকেটে প্রথম ও একমাত্র বোলার হিসেবে ২৫০ টি উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেলেন ঝুলন। (ছবি-টুইটার)

২০০৮-২০১১ সাল অবধি ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন ঝুলন। ২০১০ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন তিনি। এবং ২০১২ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন ঝুলন। (ছবি-টুইটার)