মেসির ‘হাল্ক’, মার্সেলোর ‘লোলো’ এদের চেনেন?

বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষরা পোষ্য হিসেবে বেছে নেন কুকুরকে (Dog)। অনেক ক্রীড়াবিদও কুকুর পুষে থাকেন। লিওনেল মেসিরও (Lionel Messi) কুকুরের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। বলা চলে মেসির পরিবারের অন্যতম সদস্যের মধ্যে পড়ে তাঁর প্রিয় কুকুর 'হাল্ক'। তবে শুধু মেসি নন, অনেক তারকা ফুটবলারই কুকুর পুষে থাকেন।

| Edited By: | Updated on: Jul 11, 2022 | 9:00 AM
বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষরা পোষ্য হিসেবে বেছে নেন কুকুরকে (Dog)। অনেক ক্রীড়াবিদও কুকুর পুষে থাকেন। লিওনেল মেসিরও (Lionel Messi) কুকুরের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। বলা চলে মেসির পরিবারের অন্যতম সদস্যের মধ্যে পড়ে তাঁর প্রিয় কুকুর 'হাল্ক'। তবে শুধু মেসি নন, অনেক তারকা ফুটবলারই কুকুর পুষে থাকেন। (ছবি-লিওনেল মেসি ইন্সটাগ্রাম)

বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষরা পোষ্য হিসেবে বেছে নেন কুকুরকে (Dog)। অনেক ক্রীড়াবিদও কুকুর পুষে থাকেন। লিওনেল মেসিরও (Lionel Messi) কুকুরের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। বলা চলে মেসির পরিবারের অন্যতম সদস্যের মধ্যে পড়ে তাঁর প্রিয় কুকুর 'হাল্ক'। তবে শুধু মেসি নন, অনেক তারকা ফুটবলারই কুকুর পুষে থাকেন। (ছবি-লিওনেল মেসি ইন্সটাগ্রাম)

1 / 7
মেসির কুকুর নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। মেসির প্রিয় কুকুরটি ‘ডগি ডি বোর্দো’ জাতের। বোর্দো মাস্টিফ বা ফ্রেঞ্চ মাস্টিফ ফ্রান্সের সবচেয়ে পুরোনো কুকুরের জাতগুলির মধ্যে একটি। মেসির কুকুরের নাম 'সিনর হাল্ক'। (ছবি-লিওনেল মেসি ইন্সটাগ্রাম)

মেসির কুকুর নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। মেসির প্রিয় কুকুরটি ‘ডগি ডি বোর্দো’ জাতের। বোর্দো মাস্টিফ বা ফ্রেঞ্চ মাস্টিফ ফ্রান্সের সবচেয়ে পুরোনো কুকুরের জাতগুলির মধ্যে একটি। মেসির কুকুরের নাম 'সিনর হাল্ক'। (ছবি-লিওনেল মেসি ইন্সটাগ্রাম)

2 / 7
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মার্কাস ব়্যাশফোর্ডের রয়েছে কেন করসো জাতের কুকুর। এটি ইতালিয়ান মাস্টিফ। ব়্যাশফোর্ড এর নাম রেখেছেন দ্য সেইন্ট। জানা গিয়েছে তিনি ২৫ হাজার পাউন্ড দিয়ে কিনেছেন এই কুকুর। (ছবি-মার্কাস ব়্যাশফোর্ড ইন্সটাগ্রাম)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মার্কাস ব়্যাশফোর্ডের রয়েছে কেন করসো জাতের কুকুর। এটি ইতালিয়ান মাস্টিফ। ব়্যাশফোর্ড এর নাম রেখেছেন দ্য সেইন্ট। জানা গিয়েছে তিনি ২৫ হাজার পাউন্ড দিয়ে কিনেছেন এই কুকুর। (ছবি-মার্কাস ব়্যাশফোর্ড ইন্সটাগ্রাম)

3 / 7
ব্রাজিলিয়ান মিডফিল্ডিরা মার্সেলো ভিয়েরার বাড়িয়ে রয়েছে মোট ছয়টি কুকুর। সেগুলির নাম থিয়াগ, লোলা,  নাল্লা, বেলা, কিয়ারা ও উলি। মাঝে মধ্যেই মার্সেলো নিজের ইন্সটাগ্রামে তাঁর প্রিয় কুকুরগুলির সঙ্গে ছবি শেয়ার করেন। (ছবি-মার্সেলো ভিয়েরা ইন্সটাগ্রাম)

ব্রাজিলিয়ান মিডফিল্ডিরা মার্সেলো ভিয়েরার বাড়িয়ে রয়েছে মোট ছয়টি কুকুর। সেগুলির নাম থিয়াগ, লোলা, নাল্লা, বেলা, কিয়ারা ও উলি। মাঝে মধ্যেই মার্সেলো নিজের ইন্সটাগ্রামে তাঁর প্রিয় কুকুরগুলির সঙ্গে ছবি শেয়ার করেন। (ছবি-মার্সেলো ভিয়েরা ইন্সটাগ্রাম)

4 / 7
ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন ও তাঁর স্ত্রী কেটি গুডল্যান্ডের দুটি ল্যাব্রাডার রয়েছে। (ছবি-হ্যারি কেন ইনস্টাগ্রাম)

ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন ও তাঁর স্ত্রী কেটি গুডল্যান্ডের দুটি ল্যাব্রাডার রয়েছে। (ছবি-হ্যারি কেন ইনস্টাগ্রাম)

5 / 7
হ্যারি কেন ও কেটি গুডল্যান্ডের দুটি কুকুরের নাম ব্র্যাডি ও উইলসন। হ্যারি ও কেট তাঁদের প্রথম সন্তান আসার খবর অভিনব কায়দায় এই দুই কুকুরের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। (ছবি-হ্যারি কেন ইনস্টাগ্রাম)

হ্যারি কেন ও কেটি গুডল্যান্ডের দুটি কুকুরের নাম ব্র্যাডি ও উইলসন। হ্যারি ও কেট তাঁদের প্রথম সন্তান আসার খবর অভিনব কায়দায় এই দুই কুকুরের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। (ছবি-হ্যারি কেন ইনস্টাগ্রাম)

6 / 7
টেনিসের রানি সেরেনা উইলিয়ামস একজন কুকুরপ্রেমী। তাঁর একাধিক কুকুর রয়েছে। সম্প্রতি তিনি যে কুকুরটির সঙ্গে সময় কাটান তার নাম চিপ। এটি একটি ইয়র্কশায়ার টরিয়ের। এই কুকুরটিকে সেরেনার সঙ্গে বিভিন্ন মেজর টুর্নামেন্টেও দেখা গিয়েছে। (ছবি-সেরেনা উইলিয়ামস)

টেনিসের রানি সেরেনা উইলিয়ামস একজন কুকুরপ্রেমী। তাঁর একাধিক কুকুর রয়েছে। সম্প্রতি তিনি যে কুকুরটির সঙ্গে সময় কাটান তার নাম চিপ। এটি একটি ইয়র্কশায়ার টরিয়ের। এই কুকুরটিকে সেরেনার সঙ্গে বিভিন্ন মেজর টুর্নামেন্টেও দেখা গিয়েছে। (ছবি-সেরেনা উইলিয়ামস)

7 / 7
Follow Us: