T20 World Cup: টি ২০ বিশ্বকাপে মার্ক ওয়ার নজরে সেরা পাঁচ
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Sep 29, 2022 | 8:00 AM
কড়া নাড়ছে টি ২০ বিশ্বকাপ (T20 World Cup)। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এ বারের বিশ্বকাপের আয়োজক। বিশ্বকাপে নজর কাড়তে পারেন কোন পাঁচ জন ক্রিকেটার! পছন্দের পাঁচ ক্রিকেটার বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়া (Mark Waugh)। এর মধ্যে চার জনই বোলার।
1 / 5
জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সদ্য চোট সারিয়ে ফিরেছেন বুমরা। এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি। মার্ক ওয়ার বিশ্বাস, বিশ্বকাপ মাতাবেন বুমরা। বলেছেন, 'সব ফরম্যাটেই ও দুর্দান্ত বোলার। টি ২০ তে ওর উইকেট নেওয়ার দক্ষতা ভারতের চাবি কাঠি হতে পারে। ও যেমন স্লগ ওভারে অনবদ্য, তেমনই নতুন বলেও'। (ছবি : টুইটার)
2 / 5
শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। মার্ক ওয়ার সম্ভাব্য পারফর্মারের তালিকায় বুমরার পরেই রয়েছেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন। ওয়ার মতে, 'ও উইকেট টেকার। এখন অন্যরা ওকে অনুসরণ করে। দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় শাহিন।' (ছবি : টুইটার)
3 / 5
রশিদ খান (Rashid Khan)। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অন্যতম সফল বোলার আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তাঁকে তালিকায় রেখে মার্ক ওয়া বলছেন, 'ও যে টুর্নামেন্টেই খেলুক, একটা বিষয় নিশ্চিত থাকে, চার ওভার বল করার সুযোগ পাবে।' উইকেট নেওয়ার পাশাপাশি রান আটকানোতেও সক্ষম রশিদ। ব্যাটের হাতও ভালো। (ছবি : টুইটার)
4 / 5
মার্ক ওয়ার তালিকায় চার নম্বরে রয়েছেন জস বাটলার (Jos Buttler)। ঘরোয়া ক্রিকেট হোক কিংবা আন্তর্জাতিক, টি ২০ তে বাটলারকেই সেরা ব্যাটসম্যান মানছেন মার্ক ওয়া। (ছবি : টুইটার)
5 / 5
তালিকায় পাঁচ নম্বরে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell ) রেখেছেন মার্ক ওয়া। ব্যাটে-বলে ম্যাক্সওয়েল পার্থক্য গড়ে দিতে পারবেন, এমনটাই প্রত্যাশা প্রাক্তন অজি ক্রিকেটার মার্ক ওয়ার। (ছবি : টুইটার)