Aryna Sabalenka: সাবালেঙ্কার ঝাঁঝ, শারাপোভাকেও টেক্কা দিচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Feb 01, 2023 | 9:00 AM

২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন পেয়ে গিয়েছে তার নতুন রানিকে। বেলারুশের ২৪ বছরের আরিয়ানা সাবালেঙ্কা জিতে নিয়েছেন সিঙ্গলসে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। কে এই সাবালেঙ্কা? সদ্য গ্র্যান্ড স্লামজয়ীর ইনস্টাগ্রামে ঢুঁ মারতেই চক্ষু ছানাবড়া অনুরাগীদের। টেনিস খেলোয়াড় নাকি পেশাদার মডেল, ধরতে পারবেন না।

Feb 01, 2023 | 9:00 AM
ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স সাবালেঙ্কার। টেনিসের পাশাপাশি ক্যামেরার সামনে পোজ দিতে ভীষণ ভালোবাসেন সদ্য গ্র্যান্ড স্লামজয়ী তারকা। (ছবি:ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স সাবালেঙ্কার। টেনিসের পাশাপাশি ক্যামেরার সামনে পোজ দিতে ভীষণ ভালোবাসেন সদ্য গ্র্যান্ড স্লামজয়ী তারকা। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
সাবালেঙ্কা বেড়াতে ভীষণ ভালোবাসেন। ছুটি পেতেই বেরিয়ে পড়েন বিখ্যাত ভ্রমণস্থানগুলিতে। টেনিস তারকার ইনস্টাগ্রাম সেইসব ছবিতে পরিপূর্ণ।(ছবি:ইনস্টাগ্রাম)

সাবালেঙ্কা বেড়াতে ভীষণ ভালোবাসেন। ছুটি পেতেই বেরিয়ে পড়েন বিখ্যাত ভ্রমণস্থানগুলিতে। টেনিস তারকার ইনস্টাগ্রাম সেইসব ছবিতে পরিপূর্ণ।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সাবালেঙ্কার ইনস্টা অ্যাকাউন্টে চোখ বোলানোর মতো মানুষের অভাব নেই।(ছবি:ইনস্টাগ্রাম)

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সাবালেঙ্কার ইনস্টা অ্যাকাউন্টে চোখ বোলানোর মতো মানুষের অভাব নেই।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
ইনস্টাতে বেলারুশের টেনিস খেলোয়াড়ের চার লাখের বেশি ফলোয়ার্স। সাবালেঙ্কা বোল্ড ফটোশুট করান প্রায়ই। অনুরাগীরা সেসব ভীষণ পছন্দ করেন।(ছবি:ইনস্টাগ্রাম)

ইনস্টাতে বেলারুশের টেনিস খেলোয়াড়ের চার লাখের বেশি ফলোয়ার্স। সাবালেঙ্কা বোল্ড ফটোশুট করান প্রায়ই। অনুরাগীরা সেসব ভীষণ পছন্দ করেন।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
সাবালেঙ্কার বাবা ছিলেন হকি খেলোয়াড়। বাবার দেখাদেখি হকি খেলা শুরু করেন সাবালেঙ্কা। তাহলে টেনিসে ঝোঁক হল কীভাবে?(ছবি:ইনস্টাগ্রাম)

সাবালেঙ্কার বাবা ছিলেন হকি খেলোয়াড়। বাবার দেখাদেখি হকি খেলা শুরু করেন সাবালেঙ্কা। তাহলে টেনিসে ঝোঁক হল কীভাবে?(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
একদিন বাবার সঙ্গে গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন আরিয়ানা সাবালেঙ্কা। পথে টেনিস কোর্ট দেখতে পান। বাবাকে অনুরোধ করে টেনিস কোর্টে যান। প্রথমবারই টেনিস কোর্টকে পছন্দ করে ফেলেছিলেন।(ছবি:ইনস্টাগ্রাম)

একদিন বাবার সঙ্গে গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন আরিয়ানা সাবালেঙ্কা। পথে টেনিস কোর্ট দেখতে পান। বাবাকে অনুরোধ করে টেনিস কোর্টে যান। প্রথমবারই টেনিস কোর্টকে পছন্দ করে ফেলেছিলেন।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
কেরিয়ারে ১৮টি খেতাব জিতেছেন সাবালেঙ্কা। ১২টি ট্রফি সিঙ্গলসে ও ৬টি ডাবলস। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার সিঙ্গলস খেতাব জিতেছেন।  (ছবি:ইনস্টাগ্রাম)

কেরিয়ারে ১৮টি খেতাব জিতেছেন সাবালেঙ্কা। ১২টি ট্রফি সিঙ্গলসে ও ৬টি ডাবলস। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার সিঙ্গলস খেতাব জিতেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
সাবালেঙ্কা বর্তমানে মেয়েদের সিঙ্গলসে বিশ্বের ২ নম্বর খেলোয়াড়। অতীতে ডাবলসেও এক নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন সাবালেঙ্কা।(ছবি:ইনস্টাগ্রাম)

সাবালেঙ্কা বর্তমানে মেয়েদের সিঙ্গলসে বিশ্বের ২ নম্বর খেলোয়াড়। অতীতে ডাবলসেও এক নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন সাবালেঙ্কা।(ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla