Aryna Sabalenka: সাবালেঙ্কার ঝাঁঝ, শারাপোভাকেও টেক্কা দিচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন
২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন পেয়ে গিয়েছে তার নতুন রানিকে। বেলারুশের ২৪ বছরের আরিয়ানা সাবালেঙ্কা জিতে নিয়েছেন সিঙ্গলসে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। কে এই সাবালেঙ্কা? সদ্য গ্র্যান্ড স্লামজয়ীর ইনস্টাগ্রামে ঢুঁ মারতেই চক্ষু ছানাবড়া অনুরাগীদের। টেনিস খেলোয়াড় নাকি পেশাদার মডেল, ধরতে পারবেন না।
Most Read Stories