Brandon Starc: দাদা-বৌদি বিখ্যাত ক্রিকেটার, কমনওয়েলথে ছেয়ে রইলেন ছোটো ভাই
Mitchell Starc's brother: স্টার্ক পরিবার, স্পোর্টিং পরিবার। অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার মিচেল স্টার্কের ভাই ব্রেন্ডন এখন সংবাদের শিরোনামে। দাদা বাইশ গজের কান্ডারি। বৌদি এলিসা হিলি বিশ্বকাপজয়ী ক্রিকেটার। সেই পরিবারের ছেলে ব্রেন্ডন ওদেশের তারকা অ্যাথলিট। কমনওয়েলথ গেমসে হাই জাম্পে একাধিকবারের পদকজয়ী।