Bangla NewsPhoto gallery Australian vice captain Rachael Haynes retires from international and state cricket
Rachael Haynes: হঠাৎ অবসর ঘোষণা অজি তারকা রাচেল হেইনেসের
হঠাৎ করেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা অজি কিংদবদন্তি মহিলা ক্রিকেটার রাচেল হেইনেসের। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। ২০১৮ সালে অজি মহিলা ক্রিকেট দলের সহঅধিনায়ক হয়েছিলেন তিনি। রাচেল এ বার থেকে ঘরোয়া ক্রিকেট খেলবেন না। তবে আসন্ন মহিলাদের বিগ ব্যাশ লিগে তিনি শেষবারের মতো সিডনি থান্ডারের হয়ে খেলবেন।