Axar Patel: নাগপুরের পর দিল্লিতেও দুরন্ত অক্ষর, লেডিলাকেই লুকিয়ে সাফল্যের মন্ত্র?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 19, 2023 | 8:56 AM

Ind vs Aus, 2nd Test: কথায় বলে, সব পুরুষের সাফল্যের পিছনে কোনও না কোনও নারীর হাত থাকে। হতে পারেন তিনি স্ত্রী, বান্ধবী বা মা। ভারতীয় দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেলের ক্ষেত্রেও কি সেই কথাটাই খাটে? যে মাঠে রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারারা রান তুলতে হিমশিম খাচ্ছেন সেখানেই অনায়াসে ব্যাট চালাচ্ছেন অক্ষর। ব্যাট করতে পারা বোলার নন, তাঁকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই দেখছেন অনেকে।

1 / 8
ফের জ্বলে উঠল ভারতীয় ক্রিকেটের 'বাপু'র ব্যাট। নাগপুর টেস্টের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্টেও ব্যাট হাতে দুরন্ত অক্ষর প্যাটেল। ১১৫ বলে ৭৪ রানের ইনিংস। ৯টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। (ছবি:টুইটার)

ফের জ্বলে উঠল ভারতীয় ক্রিকেটের 'বাপু'র ব্যাট। নাগপুর টেস্টের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্টেও ব্যাট হাতে দুরন্ত অক্ষর প্যাটেল। ১১৫ বলে ৭৪ রানের ইনিংস। ৯টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। (ছবি:টুইটার)

2 / 8
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৩৯ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। রবীচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে ১১৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ খেললেন অক্ষর। একার অবদান ৭৪। একইসঙ্গে পরপর দুটি টেস্টে অর্ধশতরানের ইনিংস এল তাঁর ব্যাটে। (ছবি:টুইটার)

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৩৯ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। রবীচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে ১১৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ খেললেন অক্ষর। একার অবদান ৭৪। একইসঙ্গে পরপর দুটি টেস্টে অর্ধশতরানের ইনিংস এল তাঁর ব্যাটে। (ছবি:টুইটার)

3 / 8
নাগপুর টেস্টে খেলেছিলেন ৮৪ রানের ইনিংস। যে পিচে তাবড় তাবড় ব্যাটাররা দাঁড়াতে পারেননি সেখানেই অক্ষর প্যাটেল চার, ছক্কা উড়িয়ে ৮৪ রান করে ফেলেন। দিল্লি টেস্টের প্রথম ইনিংসেও ধুঁকছিল ভারত। লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়াররা এলেন আর গেলেন। অথচ দিব্যি টিকে রইলেন অক্ষর। (ছবি:টুইটার)

নাগপুর টেস্টে খেলেছিলেন ৮৪ রানের ইনিংস। যে পিচে তাবড় তাবড় ব্যাটাররা দাঁড়াতে পারেননি সেখানেই অক্ষর প্যাটেল চার, ছক্কা উড়িয়ে ৮৪ রান করে ফেলেন। দিল্লি টেস্টের প্রথম ইনিংসেও ধুঁকছিল ভারত। লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়াররা এলেন আর গেলেন। অথচ দিব্যি টিকে রইলেন অক্ষর। (ছবি:টুইটার)

4 / 8
ইনিংসের ৭৫তম ওভারে ম্যাথু কুহেনম্যানকে নিয়ে আসেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওভারের পঞ্চম বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান করেন। যে ইনিংসের ভারতের খুব প্রয়োজন ছিল। (ছবি:টুইটার)

ইনিংসের ৭৫তম ওভারে ম্যাথু কুহেনম্যানকে নিয়ে আসেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওভারের পঞ্চম বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান করেন। যে ইনিংসের ভারতের খুব প্রয়োজন ছিল। (ছবি:টুইটার)

5 / 8
৭৯তম ওভারে প্যাট কামিন্সের বলে পরপর দুটো বাউন্ডারি হাঁকান। ৮০ ওভারে নাথান লিয়ঁকেও বাউন্ডারির ওপারে ফেলেন। শুধু বড় শট খেলাই নয়, পেসারদের ড্রাইভ হাঁকালেন। লিয়ঁ, কুহেনম্যানদের বিরুদ্ধে লোয়ার অর্ডারের ব্যাটারের দাপট দেখে অরুণ জেটলি স্টেডিয়ামে কান পাতা দায় হয়ে পড়ছিল।(ছবি:টুইটার)

৭৯তম ওভারে প্যাট কামিন্সের বলে পরপর দুটো বাউন্ডারি হাঁকান। ৮০ ওভারে নাথান লিয়ঁকেও বাউন্ডারির ওপারে ফেলেন। শুধু বড় শট খেলাই নয়, পেসারদের ড্রাইভ হাঁকালেন। লিয়ঁ, কুহেনম্যানদের বিরুদ্ধে লোয়ার অর্ডারের ব্যাটারের দাপট দেখে অরুণ জেটলি স্টেডিয়ামে কান পাতা দায় হয়ে পড়ছিল।(ছবি:টুইটার)

6 / 8
অষ্টম উইকেটে ব্যাট করতে নামা ব্যাটার এভাবে খেললে যে কোনও দলের পক্ষে তা সোনায় সোহাগা। আর অক্ষর দলের প্রয়োজনের সময় ব্যাট হাতে 'বিরাট' হলেন। এদিন টড মার্ফির বলে ৭৪ রানে আউট হন তিনি। (ছবি:টুইটার)

অষ্টম উইকেটে ব্যাট করতে নামা ব্যাটার এভাবে খেললে যে কোনও দলের পক্ষে তা সোনায় সোহাগা। আর অক্ষর দলের প্রয়োজনের সময় ব্যাট হাতে 'বিরাট' হলেন। এদিন টড মার্ফির বলে ৭৪ রানে আউট হন তিনি। (ছবি:টুইটার)

7 / 8
নেটিজেনরা বলছেন, একেই বলে লেডিলাক। দীর্ঘদিনের বান্ধবী মেহা প্যাটেলের সঙ্গে সদ্য চারহাত এক হয়েছে অক্ষরের। বিয়ের পর হানিমুনেও যাননি। ন্যাশনাল ডিউটি পালন করতে জাতীয় দলে যোগ দিয়েছেন। (ছবি:টুইটার)

নেটিজেনরা বলছেন, একেই বলে লেডিলাক। দীর্ঘদিনের বান্ধবী মেহা প্যাটেলের সঙ্গে সদ্য চারহাত এক হয়েছে অক্ষরের। বিয়ের পর হানিমুনেও যাননি। ন্যাশনাল ডিউটি পালন করতে জাতীয় দলে যোগ দিয়েছেন। (ছবি:টুইটার)

8 / 8
তারপর থেকে ব্যাট হাতে চলছে অক্ষরের কারনামা। বল হাতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে কার্যকর হতে পারেননি। কিন্তু 'ব্যাটার' অক্ষর কামাল দেখিয়ে চলেছেন। লোয়ার অর্ডারে নেমে কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মার ভরসার পাত্র হয়ে উঠেছেন 'বাপু'।  (ছবি:টুইটার)

তারপর থেকে ব্যাট হাতে চলছে অক্ষরের কারনামা। বল হাতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে কার্যকর হতে পারেননি। কিন্তু 'ব্যাটার' অক্ষর কামাল দেখিয়ে চলেছেন। লোয়ার অর্ডারে নেমে কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মার ভরসার পাত্র হয়ে উঠেছেন 'বাপু'। (ছবি:টুইটার)

Next Photo Gallery
How To Store Green Peas: শীত বিদায়ের আগে এভাবে ফ্রিজে ভরে রাখুন কড়াইশুঁটি, বছরভর তাজা থাকবে
Beautiful Pole Vaulter: জুটেছে ‘সেক্স সিম্বল’ তকমা, ট্র্যাকের চেয়ে বিকিনিতে বেশি চর্চায় পোল ভল্টার