‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির ছয় বছর পূর্ণ, জেনে নিন অজানা গল্প

Salman Khan: ছয় বছর পেরিয়ে গেল সলমন খান, করিনা কাপুর অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। কবীর খান পরিচালিত এই ছবিতে শিশু শিল্পী হর্ষালি মালহোত্রা দর্শকের নজর কেড়েছিল।

| Edited By: | Updated on: Jul 17, 2021 | 4:29 PM
ছয় বছর পেরিয়ে গেল সলমন খান, করিনা কাপুর অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। কবীর খান পরিচালিত এই ছবিতে শিশু শিল্পী হর্ষালি মালহোত্রা দর্শকের নজর কেড়েছিল।

ছয় বছর পেরিয়ে গেল সলমন খান, করিনা কাপুর অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। কবীর খান পরিচালিত এই ছবিতে শিশু শিল্পী হর্ষালি মালহোত্রা দর্শকের নজর কেড়েছিল।

1 / 7
২০১৫-এ মুক্তিপ্রাপ্ত এই ছবিতে জাত, ধর্ম এবং রাজনীতি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন পরিচালক। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল ছবিটি।

২০১৫-এ মুক্তিপ্রাপ্ত এই ছবিতে জাত, ধর্ম এবং রাজনীতি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন পরিচালক। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল ছবিটি।

2 / 7
এ প্রসঙ্গে কবীর বলেন, “ঐক্য, ধর্মনিরপেক্ষতা, মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব আমি হৃদয় দিয়ে অনুভব করি। আমার বাবা-মায়ের মিশ্র বিবাহ হয়েছিল। ফলে দু’রকম সংস্কৃতির সেলিব্রেশন দেখে বড় হয়েছি। স্কুলের নাটকে হনুমানের ভূমিকায় অভিনয় করেছিলাম। ফলে অসহিষ্ণুতা আমাকে নাড়া দিত।”

এ প্রসঙ্গে কবীর বলেন, “ঐক্য, ধর্মনিরপেক্ষতা, মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব আমি হৃদয় দিয়ে অনুভব করি। আমার বাবা-মায়ের মিশ্র বিবাহ হয়েছিল। ফলে দু’রকম সংস্কৃতির সেলিব্রেশন দেখে বড় হয়েছি। স্কুলের নাটকে হনুমানের ভূমিকায় অভিনয় করেছিলাম। ফলে অসহিষ্ণুতা আমাকে নাড়া দিত।”

3 / 7
কবীরের মনে হয়েছিল, একজন হিন্দু কেমন ‘আসালামওয়ালেইকুম’ এবং একজন মুসলিম কেন ‘জয় শ্রীরাম’ বলতে পারবেন না, এই ভাবনা থেকেই এই ছবি তৈরি করেছিলেন।

কবীরের মনে হয়েছিল, একজন হিন্দু কেমন ‘আসালামওয়ালেইকুম’ এবং একজন মুসলিম কেন ‘জয় শ্রীরাম’ বলতে পারবেন না, এই ভাবনা থেকেই এই ছবি তৈরি করেছিলেন।

4 / 7
হিন্দু-মুসলিম ধারণাকে বলিউডে খুব কম ছবির মাধ্যমেই স্পষ্ট ভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। বজরঙ্গি ভাইজান, তার মধ্যে অন্যতম।

হিন্দু-মুসলিম ধারণাকে বলিউডে খুব কম ছবির মাধ্যমেই স্পষ্ট ভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। বজরঙ্গি ভাইজান, তার মধ্যে অন্যতম।

5 / 7
একই সঙ্গে ভারত-পাক সমস্যা যেটা বহু বছর ধরে চলে আসছে, তারও মূলে আঘাত করতে চেয়েছিলেন কবীর। তিনি অনেকাংশেই সফল বলে মনে করেন দর্শক।

একই সঙ্গে ভারত-পাক সমস্যা যেটা বহু বছর ধরে চলে আসছে, তারও মূলে আঘাত করতে চেয়েছিলেন কবীর। তিনি অনেকাংশেই সফল বলে মনে করেন দর্শক।

6 / 7
সলমন খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, করিনা কাপুরের মতো মুখ্য অভিনেতাদের চিত্রনাট্য পছন্দ তো নিশ্চয়ই হয়েছিল। একই সঙ্গে তাঁরা এই ধারণার সঙ্গেও কোথাও সহমত বলে জানিয়েছেন পরিচালক।

সলমন খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, করিনা কাপুরের মতো মুখ্য অভিনেতাদের চিত্রনাট্য পছন্দ তো নিশ্চয়ই হয়েছিল। একই সঙ্গে তাঁরা এই ধারণার সঙ্গেও কোথাও সহমত বলে জানিয়েছেন পরিচালক।

7 / 7
Follow Us: