La Liga: মেসিহীন বার্সার ড্র
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 22, 2021 | 3:18 PM
লা লিগার (La Liga) নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের (Athletic Club) সঙ্গে ড্র করল বার্সেলোনা (Barcelona)। শুরু থেকেই বল দখলের লড়াইয়ে বার্সা এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল একসময় কোমানের ছেলেরা। পরে অবশ্য মেম্ফিস ডিপের দৌলতে হারতে হয়নি মেসির পুরনো ক্লাবকে।
1 / 4

শুরু থেকেই বলের দখল ও বেশি পাস খেলেও প্রথমার্ধে গোল পায়নি কোমানের ছেলেরা।(সৌজন্যে-বার্সেলোনা টুইটার)
2 / 4

প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি দুই দলই। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)
3 / 4

৫০ মিনিটে অ্যাথলেটিক বিলবাওকে এগিয়ে দেন ইনিগো মার্টিনেজ।(সৌজন্যে-অ্যাথলেটিক ক্লাব টুইটার)
4 / 4

নেদারল্যান্ডসের স্ট্রাইকার মেম্ফিস ডিপে ৭৫ মিনিটে বার্সার হয়ে গোল শোধ করেন। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)