Premier League: ৫ গোলের দুরন্ত জয় ম্যাঞ্চেস্টার সিটির
প্রিমিয়ার লিগের (Premier League) প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City)। তবে দ্বিতীয় ম্যাচই ঘুরে দাঁড়াল গুয়ার্দিওলার ছেলেরা। শুধু ঘুরে দাঁড়াই না, শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নরউইচ সিটিকে (Norwich City) ৫ গোলে উড়িয়ে দিল গ্যাব্রিয়েল জেসুসরা।