ম্যাচের ৭ মিনিটের মাথায় নরউইচের গোলকিপার টিম ক্রুলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)
২২ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় ম্যান সিটির হয়ে ব্যবধান বাড়ান জ্যাক গ্রেলিশ। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)
ম্যাচের ৬৪ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির তৃতীয় গোল আইমেরিক লাপোর্তের।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)
৭১ মিনিটে ফের জেসুসের অ্যাসিস্টে চতুর্থ গোল রহিম স্টার্লিংয়ের। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)
ম্যাচের ৮৪ মিনিটে ম্যাচের স্কোরলাইন ৫-০ করেন রিয়াদ মাহরেজ। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)