LeBron James: রেকর্ড গড়ার মুখে লেব্রন জেমস, টিকিটের দাম কত জানেন?

LeBron James Record: লেব্রন জেমস এনবিএ-র অলটাইম স্কোরার হতে চলেছেন। ভাঙবেন করিম আব্দুল জাব্বরের রেকর্ড। ওই ম্যাচ দেখার জন্য টিকিট দাম আকাশছোঁয়া। বাস্কেট কোর্টের ধারে বসে খেলা দেখতে হলে, ৫৬ লক্ষ টাকা দিতে একটা টিকিটের দাম!

| Edited By: | Updated on: Feb 07, 2023 | 7:00 AM
লস এঞ্জেলসে এখন অসকারের সময়। কিন্তু এনবিএ হার্ডউড নিয়ে মাতামাতি শুরু হয়েছে সেখানে। ছবি: টুইটার

লস এঞ্জেলসে এখন অসকারের সময়। কিন্তু এনবিএ হার্ডউড নিয়ে মাতামাতি শুরু হয়েছে সেখানে। ছবি: টুইটার

1 / 8
এনবিএ-র অলটাইম স্কোরার হিসেবে রেকর্ড গড়ার খুব কাছে দাঁড়িয়ে রয়েছেন আমেরিকার অন্যতম সেরা বাসকেটবল প্লেয়ার লেব্রন জেমস। ছবি: টুইটার

এনবিএ-র অলটাইম স্কোরার হিসেবে রেকর্ড গড়ার খুব কাছে দাঁড়িয়ে রয়েছেন আমেরিকার অন্যতম সেরা বাসকেটবল প্লেয়ার লেব্রন জেমস। ছবি: টুইটার

2 / 8
আর ৩৬ পয়েন্ট পেলেই সর্বকালের অন্যতম সেরা করিম আবদুল জাবাদারের রেকর্ড ছুঁয়ে ফেলবেন জেমস। ছবি: টুইটার

আর ৩৬ পয়েন্ট পেলেই সর্বকালের অন্যতম সেরা করিম আবদুল জাবাদারের রেকর্ড ছুঁয়ে ফেলবেন জেমস। ছবি: টুইটার

3 / 8
এই টুর্নামেন্টের টিকিটও ইতিমধ্যেই বিক্রি হতে শুরু করেছে। রেকর্ড অর্থে বিকোচ্ছে টিকিট। বাস্কেট কোর্টের ধারে বসে খেলা দেখতে হলে, ৫৬ লক্ষ টাকা দিতে একটা টিকিটের দাম!ছবি: টুইটার

এই টুর্নামেন্টের টিকিটও ইতিমধ্যেই বিক্রি হতে শুরু করেছে। রেকর্ড অর্থে বিকোচ্ছে টিকিট। বাস্কেট কোর্টের ধারে বসে খেলা দেখতে হলে, ৫৬ লক্ষ টাকা দিতে একটা টিকিটের দাম!ছবি: টুইটার

4 / 8
এ বিষয়ে জেমস জানান, তিনি আগেও চেষ্টা করেছেন। ফের মঙ্গলবার চেষ্টা করবেন তিনি। সবশেষে জানান, কোনও প্রকারে জিততে চান তিনি। ছবি: টুইটার

এ বিষয়ে জেমস জানান, তিনি আগেও চেষ্টা করেছেন। ফের মঙ্গলবার চেষ্টা করবেন তিনি। সবশেষে জানান, কোনও প্রকারে জিততে চান তিনি। ছবি: টুইটার

5 / 8
বর্তমানে জেমস উন্মাদনায় মেতেছে লস এঞ্জেলস। তাঁকে নিয়ে ফ্যানেদের মধ্যে চলছে মাতামাতি। ছবি: টুইটার

বর্তমানে জেমস উন্মাদনায় মেতেছে লস এঞ্জেলস। তাঁকে নিয়ে ফ্যানেদের মধ্যে চলছে মাতামাতি। ছবি: টুইটার

6 / 8
এনবিএ-র অলটাইম স্কোরারের রেকর্ড রয়েছে করিম আবদুল জাব্বারের। ৩৮,৩৮৭ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে। ছবি: টুইটার

এনবিএ-র অলটাইম স্কোরারের রেকর্ড রয়েছে করিম আবদুল জাব্বারের। ৩৮,৩৮৭ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে। ছবি: টুইটার

7 / 8
এ বার তাঁর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লেখার অপেক্ষায় লেব্রন। অপেক্ষা আর কয়েকদিনের। ছবি: টুইটার

এ বার তাঁর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লেখার অপেক্ষায় লেব্রন। অপেক্ষা আর কয়েকদিনের। ছবি: টুইটার

8 / 8
Follow Us: