India Tour of South Africa: সেঞ্চুরিয়নে শেষ দিনের প্রস্তুতিতে বিরাটব্রিগেড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 25, 2021 | 3:38 PM

অপেক্ষার আর মাত্র একটা রাত। প্রোটিয়াদের বিরুদ্ধে আগামীকাল, ২৬ ডিসেম্বর ভারতের ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। দুই দলই পুরোদমে অনুশীলন করে চলেছে। বিসিসিআইয়ের (BCCI) টুইটারে শেয়ার করা হল, বিরাটদের শেষ দিনের প্রস্তুতির কিছু ঝলক। এক নজরে দেখে নিন কোহলিব্রিগেডের শেষ দিনের অনুশীলনের কিছু মুহূর্ত...

1 / 5
প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে শেষ বেলার প্রস্তুতিতে মগ্ন ভারত অধিনায়ক বিরাট কোহলি। (ছবি-বিসিসিআই টুইটার)

প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে শেষ বেলার প্রস্তুতিতে মগ্ন ভারত অধিনায়ক বিরাট কোহলি। (ছবি-বিসিসিআই টুইটার)

2 / 5
বিরাটের ডেপুটি হিসেবে আগামীকাল থেকে নতুন ভূমিকায় দেখা যাবে, ভারতের ওপেনার কেএল রাহুলকে। তবে শ্রেয়স আইয়ারের প্রথম একাদশে কি জায়গা হবে? তাঁর দিকে ক্রিকেটমহলের রয়েছে বিশেষ নজর। (ছবি-বিসিসিআই টুইটার)

বিরাটের ডেপুটি হিসেবে আগামীকাল থেকে নতুন ভূমিকায় দেখা যাবে, ভারতের ওপেনার কেএল রাহুলকে। তবে শ্রেয়স আইয়ারের প্রথম একাদশে কি জায়গা হবে? তাঁর দিকে ক্রিকেটমহলের রয়েছে বিশেষ নজর। (ছবি-বিসিসিআই টুইটার)

3 / 5
প্রোটিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি সেরে নিচ্ছেন ভারতীয় বোলার ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজ। (ছবি-বিসিসিআই টুইটার)

প্রোটিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি সেরে নিচ্ছেন ভারতীয় বোলার ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজ। (ছবি-বিসিসিআই টুইটার)

4 / 5
বল হাতে চুটিয়ে প্রস্তুতি করেছেন শার্দূল ঠাকুর। ব্যাট হাতেও শার্দূল প্রয়োজনে জ্বলে উঠতে পারেন। তারই মহড়া চলল সুপারস্পোর্টস পার্কে। (ছবি-বিসিসিআই টুইটার)

বল হাতে চুটিয়ে প্রস্তুতি করেছেন শার্দূল ঠাকুর। ব্যাট হাতেও শার্দূল প্রয়োজনে জ্বলে উঠতে পারেন। তারই মহড়া চলল সুপারস্পোর্টস পার্কে। (ছবি-বিসিসিআই টুইটার)

5 / 5
কোচ দ্রাবিড়ের সঙ্গে ব্যাট হাতে হাসিমুখে কথা বলতে দেখা গেল ক্যাপ্টেন কোহলিকে। (ছবি-বিসিসিআই টুইটার)

কোচ দ্রাবিড়ের সঙ্গে ব্যাট হাতে হাসিমুখে কথা বলতে দেখা গেল ক্যাপ্টেন কোহলিকে। (ছবি-বিসিসিআই টুইটার)

Next Photo Gallery
Merry Christmas 2021: ক্রিসমাসের আমেজে রোনাল্ডো-সুয়ারেজরা, দেখুন ছবিতে
Christmas Restaurants: বড়দিনে কলকাতার কোন কোন রেস্টুরেন্টে গেলে প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন, জেনে নিন…