India Travel: তুষারপাত হলে সুইৎজারল্যান্ডের চেয়ে কোনও অংশে কম দেখায় না ভারতের এই জায়গাগুলো! জেনে নিন সেই সব নাম…

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 08, 2021 | 6:25 PM

শীতকালে উত্তরাখণ্ডের পর্বতের শৃঙ্গগুলি দেখার অভিজ্ঞতা না হলে কিন্তু এটা একটা বড় মিস...

1 / 5
স্পিতি ভ্যালি:
শীতকালে স্পিতি ভ্যালির কথা ভাবলেই ভয় করবে আপনার। বরফে ঢেকে গিয়ে এই রাস্তাগুলো ভীষণই কঠিন হয়ে ওঠে পর্যটকদের জন্য। তবে স্পিতির নৈসর্গিক রূপ এইসময় আলাদাই মাত্রা পায়।

স্পিতি ভ্যালি: শীতকালে স্পিতি ভ্যালির কথা ভাবলেই ভয় করবে আপনার। বরফে ঢেকে গিয়ে এই রাস্তাগুলো ভীষণই কঠিন হয়ে ওঠে পর্যটকদের জন্য। তবে স্পিতির নৈসর্গিক রূপ এইসময় আলাদাই মাত্রা পায়।

2 / 5
কিন্নর:
হিমাচল প্রদেশের কিন্নর পর্যটকদের অন্যতম এক আকর্ষণের জায়গা। সুইৎজারল্যান্ডের চেয়ে কোনও অংশে কম লাগে না এখানকার কল্পা পর্যটনকেন্দ্রটি।

কিন্নর: হিমাচল প্রদেশের কিন্নর পর্যটকদের অন্যতম এক আকর্ষণের জায়গা। সুইৎজারল্যান্ডের চেয়ে কোনও অংশে কম লাগে না এখানকার কল্পা পর্যটনকেন্দ্রটি।

3 / 5
সোলাঙ্গ ভ্যালি:
মানালির তুষারপাত উপভোগ করতে চান? শীতকালিন নানা স্পোর্টস পাবেন আপনি এখানে। মানালির কাছে সোলাঙ্গ ভ্যালিতে প্রতিবছর বহু পর্যটক আসেন।

সোলাঙ্গ ভ্যালি: মানালির তুষারপাত উপভোগ করতে চান? শীতকালিন নানা স্পোর্টস পাবেন আপনি এখানে। মানালির কাছে সোলাঙ্গ ভ্যালিতে প্রতিবছর বহু পর্যটক আসেন।

4 / 5
সিমলা:
সিমলার মল রোডে যখন তুষারে সাদা হয়ে থাকে, সেইসময় পরিবেশটা দেখেছেন কখনও? আর বালাজির ফেমাস গুলাবজামুন খেতে কিন্তু ভুলবেন না একদম।

সিমলা: সিমলার মল রোডে যখন তুষারে সাদা হয়ে থাকে, সেইসময় পরিবেশটা দেখেছেন কখনও? আর বালাজির ফেমাস গুলাবজামুন খেতে কিন্তু ভুলবেন না একদম।

5 / 5
মুন্সিয়ারি:
উত্তরাখণ্ডের মুন্সিয়ারি অন্যতম এক অফবিট রুট। আরামদায়ক হোম স্টে গুলি থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্বতের শৃঙ্গগুলি দেখার অভিজ্ঞতা না হলে কিন্তু এটা একটা বড় মিস।

মুন্সিয়ারি: উত্তরাখণ্ডের মুন্সিয়ারি অন্যতম এক অফবিট রুট। আরামদায়ক হোম স্টে গুলি থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্বতের শৃঙ্গগুলি দেখার অভিজ্ঞতা না হলে কিন্তু এটা একটা বড় মিস।

Next Photo Gallery
Nandikar-Manush: করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট সামলে ফের মঞ্চে ‘মানুষ’, চলছে মহড়া
Jewellery in Fashion: এই বিয়ের সিজনে এই ৫ গয়না পরে নজর কারুর সকলের…