Nandikar-Manush: করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট সামলে ফের মঞ্চে ‘মানুষ’, চলছে মহড়া

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 08, 2021 | 6:23 PM

'নান্দীকার' নাট্যদলের নাটক 'মানুষ'। অনেকদিন বন্ধ ছিল শো। কারণ, করোনা ও প্যান্ডেমিক। পরিস্থিতি একটু হলেও সামাল দেওয়া গেছে। হল খুলেছে। তাই নাট্যকর্মীরাও ব্যস্ত হয়ে পড়েছেন নাটকের পরিবেশনের কাজে। নান্দীকারের রিহার্সাল রুমে এখন দারুণ ব্যস্ততা। চলছে মহড়া। কবে আসছে 'মানুষ'?

1 / 10
দ্বিতীয় প্যান্ডেমিকের পর ফের নাটক মঞ্চস্থ করছে নাট্যদল 'নান্দীকার'।

দ্বিতীয় প্যান্ডেমিকের পর ফের নাটক মঞ্চস্থ করছে নাট্যদল 'নান্দীকার'।

2 / 10
তার মধ্যে একটি নাটক 'মানুষ'।

তার মধ্যে একটি নাটক 'মানুষ'।

3 / 10
এটি 'মানুষ'-এর ২৪তম শো।

এটি 'মানুষ'-এর ২৪তম শো।

4 / 10
'মানুষ'-এর নির্দেশিকা সোহিনী সেনগুপ্ত। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক।

'মানুষ'-এর নির্দেশিকা সোহিনী সেনগুপ্ত। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক।

5 / 10
নাটকটি দ্বিভাষিক। বাংলা ও হিন্দি ভাষায় তৈরি হয়েছে নাটকের সংলাপ।

নাটকটি দ্বিভাষিক। বাংলা ও হিন্দি ভাষায় তৈরি হয়েছে নাটকের সংলাপ।

6 / 10
মূল চরিত্রটির নাম ভরসালাল।

মূল চরিত্রটির নাম ভরসালাল।

7 / 10
ভরসালালের চরিত্রেই সপ্তর্ষি।

ভরসালালের চরিত্রেই সপ্তর্ষি।

8 / 10
প্রথম শো থেকেই নাটকটি দারুণ প্রতিক্রিয়া পেয়েছে দর্শকের।

প্রথম শো থেকেই নাটকটি দারুণ প্রতিক্রিয়া পেয়েছে দর্শকের।

9 / 10
জোরকদমে চলছে নাটকের মহড়া।

জোরকদমে চলছে নাটকের মহড়া।

10 / 10
২৮ নভেম্বর গিরিশ মঞ্চে ফের মঞ্চস্থ হবে 'মানুষ'।

২৮ নভেম্বর গিরিশ মঞ্চে ফের মঞ্চস্থ হবে 'মানুষ'।

Next Photo Gallery