
রান্নাঘরের অতিসাধারণ উপাদান বেকিং সোডা। বিভিন্ন পদ তৈরিতে এই উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে। এমনকী গহনা পরিষ্কারেও বেকিং সোডা ব্যবহার করা যায়। কিন্তু রূপচর্চায় এই উপাদান ব্যবহারের কথা কখনও ভেবেছেন?

ত্বক এক্সফোলিয়েট করতে সাহায্য করে বেকিং সোডা। এক চামচ বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে ত্বকের উপর লাগান। মিনিট দুয়েক হালকা হাতে মালিশ করে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর হয়ে যাবে।

ব্রণর দাগ, কালচে দাগ দূর করতেও আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এক চামচ বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এটা ত্বকের উপর লাগিয়ে রাখুন মিনিট দশেক। জল দিয়ে ধুয়ে ফেললেই পেয়ে যাবে নিখুঁত ত্বক।

বেকিং সোডা ও লেবুর রসের সংমিশ্রণ পায়ের দুর্গন্ধ দূর করতেও ব্যবহার করতে পারেন। বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে নিয়ে পায়ের পাতায় স্ক্রাব করুন। মিনিট পাঁচেক দুটো পায়ে স্ক্রাব করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে পায়ের দুর্গন্ধ কেটে যাবে।

ট্যান তোলার ক্ষেত্রেও বেকিং সোডা দারুণ কার্যকর। বেকিং সোডার সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগান। কিছুক্ষণ রাখার জল ধুয়ে ফেলুন। বেকিং সোডা ও নারকেল তেলের সংমিশ্রণ রোদে পোড়ার দাগ দূর করে দেবে।

ঘামের দূর গন্ধ দূর করতে বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে নিন। এতে কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়ে আন্ডারআর্মসে লাগান। কিছুক্ষণ রাখার পর ধুয়ে ফেলুন। ঘামের গন্ধ কেটে যাবে।