Bollywood celebs: আরিয়ান ছাড়াও এই ৫ বলিস্টারও রাত্রিযাপন করেছেন আর্থার রোড জেলে!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 11, 2021 | 10:01 AM

শুধু আরিয়ান নন। এই ৫ বলি সেলেবকেও নানা কাণ্ডে অভিযুক্ত হয়ে রাত্রি যাপন করতে হয়েছে মায়ানগরীর এই কারাগারে। তাঁরা কারা? দেখে নিন এক ঝলকে।

1 / 6
মাদককাণ্ডে এই মুহূর্তে আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান খান। এখনও জামিন মেলেনি তাঁর। তবে শুধু আরিয়ান নন। এই ৫ বলি সেলেবকেও নানা কাণ্ডে অভিযুক্ত হয়ে রাত্রি যাপন করতে হয়েছে মায়ানগরীর এই কারাগারে। তাঁরা কারা? দেখে নিন এক ঝলকে।

মাদককাণ্ডে এই মুহূর্তে আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান খান। এখনও জামিন মেলেনি তাঁর। তবে শুধু আরিয়ান নন। এই ৫ বলি সেলেবকেও নানা কাণ্ডে অভিযুক্ত হয়ে রাত্রি যাপন করতে হয়েছে মায়ানগরীর এই কারাগারে। তাঁরা কারা? দেখে নিন এক ঝলকে।

2 / 6
পর্ণ কান্ডে প্রায় দুই মাসের মতো আর্থার রোড জেলে বন্দি ছিলেন রাজ কুন্দ্রা।

পর্ণ কান্ডে প্রায় দুই মাসের মতো আর্থার রোড জেলে বন্দি ছিলেন রাজ কুন্দ্রা।

3 / 6
গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু মামলাতেও সলমনে ঠিকানা হয়েছিল এই জেল।

গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু মামলাতেও সলমনে ঠিকানা হয়েছিল এই জেল।

4 / 6
জিয়া খান মৃত্যু মামলায় সূরজ পাঞ্চালির দিকে হত্যার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রীর মা। সে সময় তাঁকেও রাত্রিবাস করতে হয়েছে এখানেই।

জিয়া খান মৃত্যু মামলায় সূরজ পাঞ্চালির দিকে হত্যার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রীর মা। সে সময় তাঁকেও রাত্রিবাস করতে হয়েছে এখানেই।

5 / 6
পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে শাইনি আহুজাকে দিন কাটাতে হয়েছিল এই কারাগারে।

পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে শাইনি আহুজাকে দিন কাটাতে হয়েছিল এই কারাগারে।

6 / 6
১৯৯৩ সালে মুম্বই হামলার অভিযোগে অভিযুক্ত সঞ্জয় দত্তকেই কাটাতে হয়েছিল এই জেলে। পরে যদিও তিনি জামিন অএয়ে যান।

১৯৯৩ সালে মুম্বই হামলার অভিযোগে অভিযুক্ত সঞ্জয় দত্তকেই কাটাতে হয়েছিল এই জেলে। পরে যদিও তিনি জামিন অএয়ে যান।

Next Photo Gallery