২০০৯ সালে 'মায়া শেসাভে' ছবিতে একসঙ্গে অভিনয় করার সময় প্রেম হয় নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর।
২০১৭ সালে তাঁরা বিয়ে করেন গোয়া শহরে।
রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও চলেছিল মন দেওয়া নেওয়ার পর্ব। ২০১৭ সালে রাজকীয় বিয়ের আসর বসেছিল, হয়েছিল চার হাত এক। তারপর বছর খানেক এক সঙ্গে কাটানো। ২০২১ সালে সমীকরণটা গেল পাল্টে।
নাগার সঙ্গে সম্পর্কের আগে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক ছিল সামান্থার।
শ্রুতি হাসানের সঙ্গে প্রেম ছিল নাগার।
সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর মেড ইন হেভেনের নায়িকা সবিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নাগা। সামান্থা এখনও সিঙ্গল।