UEFA Nations League: লেওয়ানডস্কিদের গোলবন্যায় ভাসিয়ে দিল বেলজিয়াম

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Jun 09, 2022 | 10:17 AM

উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) ম্যাচে ঘরের মাঠে পোল্যান্ডের (Poland) বিরুদ্ধে শুরুটা ভালো করেও পিছিয়ে পড়েছিল বেলজিয়াম (Belgium)। তবে রবার্ট লেওয়ানডস্কির গোলে শুরুতেই এগিয়ে গিয়েও পোল্যান্ডের লাভ হয়নি। শেষ অবধি ৬-১ গোলে বেলজিয়াম উড়িয়ে দেয় পোল্যান্ডকে। এর আগে নেদারল্যান্ডের কাছে ৪-১ গোলে হেরেছিল বেলজিয়াম। ঘরের মাঠে সেই হার থেকে ঘুরে দাঁড়ালেন কেভিন ডি ব্রুইনরা। এই ম্যাচে জয়ের পর গ্রুপ-ডি-র দ্বিতীয় স্থানে উঠে এল বেলজিয়াম।

Jun 09, 2022 | 10:17 AM
ম্যাচের ২৮ মিনিটের মাথায় সেবাস্তিয়ান জিমান্সকির পাস থেকে পোল্যান্ডের হয়ে বল জালে জড়িয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)।

ম্যাচের ২৮ মিনিটের মাথায় সেবাস্তিয়ান জিমান্সকির পাস থেকে পোল্যান্ডের হয়ে বল জালে জড়িয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)।

1 / 6
৪২ মিনিটের মাথায় ডি ব্রুইনের শট আটকে দেন পোল্যান্ডের গোলকিপার। কিন্তু ফিরতি বল পেয়েই বেলজিয়ামকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল (Axel Witsel)।

৪২ মিনিটের মাথায় ডি ব্রুইনের শট আটকে দেন পোল্যান্ডের গোলকিপার। কিন্তু ফিরতি বল পেয়েই বেলজিয়ামকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল (Axel Witsel)।

2 / 6
ম্যাচের ৫৯ মিনিটে এডেন হ্যাজার্ডের পাস থেকে বেলজিয়ামকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne)।

ম্যাচের ৫৯ মিনিটে এডেন হ্যাজার্ডের পাস থেকে বেলজিয়ামকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne)।

3 / 6
বেলজিয়ামের হয়ে ৭৩ মিনিট ও ৮০ মিনিটে জোড়া গোল লিয়েন্দ্রো ট্রসার্ডের (Leandro Trossard)।

বেলজিয়ামের হয়ে ৭৩ মিনিট ও ৮০ মিনিটে জোড়া গোল লিয়েন্দ্রো ট্রসার্ডের (Leandro Trossard)।

4 / 6
ট্রসার্ডের দ্বিতীয় গোলের তিন মিনিটের মধ্যে বেলজিয়ামকে ৫-১ এগিয়ে দেন লিয়েন্ডার ডেনডনকার (Leander Dendoncker)।

ট্রসার্ডের দ্বিতীয় গোলের তিন মিনিটের মধ্যে বেলজিয়ামকে ৫-১ এগিয়ে দেন লিয়েন্ডার ডেনডনকার (Leander Dendoncker)।

5 / 6
৯০+৩ মিনিটের মাথায় কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লুই ওপেন্ডা (Lois Openda)।

৯০+৩ মিনিটের মাথায় কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লুই ওপেন্ডা (Lois Openda)।

6 / 6

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla