UEFA Nations League: লেওয়ানডস্কিদের গোলবন্যায় ভাসিয়ে দিল বেলজিয়াম
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Jun 09, 2022 | 10:17 AM
উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) ম্যাচে ঘরের মাঠে পোল্যান্ডের (Poland) বিরুদ্ধে শুরুটা ভালো করেও পিছিয়ে পড়েছিল বেলজিয়াম (Belgium)। তবে রবার্ট লেওয়ানডস্কির গোলে শুরুতেই এগিয়ে গিয়েও পোল্যান্ডের লাভ হয়নি। শেষ অবধি ৬-১ গোলে বেলজিয়াম উড়িয়ে দেয় পোল্যান্ডকে। এর আগে নেদারল্যান্ডের কাছে ৪-১ গোলে হেরেছিল বেলজিয়াম। ঘরের মাঠে সেই হার থেকে ঘুরে দাঁড়ালেন কেভিন ডি ব্রুইনরা। এই ম্যাচে জয়ের পর গ্রুপ-ডি-র দ্বিতীয় স্থানে উঠে এল বেলজিয়াম।
Jun 09, 2022 | 10:17 AM
ম্যাচের ২৮ মিনিটের মাথায় সেবাস্তিয়ান জিমান্সকির পাস থেকে পোল্যান্ডের হয়ে বল জালে জড়িয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)।